Scores

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে সংশয়

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ দল যাবে আয়ারল্যান্ড সফরে, যেখানে স্বাগতিক দল, বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে সংশয়সেই সিরিজ শেষে বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার দেশে ফিরে আসতে চেয়েছেন। যদিও বোর্ডের ইচ্ছা- আয়ারল্যান্ড সফর শেষ করে সোজা ইংল্যান্ডে পাড়ি জমিয়ে সেখানে কন্ডিশনের সাথে খাপ খাওয়াবেন ক্রিকেটাররা।

Also Read - পরিবর্তিত হতে পারে আইপিএলের ফাইনাল ম্যাচের ভেন্যু

 

ত্রিদেশীয় সিরিজ শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহেই। ১৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল। আয়ারল্যান্ডের মত খর্বশক্তির দল প্রতিপক্ষ বলে ফাইনালে বাংলাদেশের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত বলে ধরে নেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ১৭ তারিখের ম্যাচ শেষে ১ দিন পর, অর্থাৎ ১৮ মে দেশে ফিরে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা।

বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের দীর্ঘ সময় থাকতে হবে দেশ ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে। একঘেয়েমি ও স্বজন-কাতরতা কাটাতে বিশ্বকাপের উদ্দেশ্যে ইংল্যান্ডে উড়াল দেওয়ার আগে ক্রিকেটাররা বাংলাদেশে অল্প কয়েকদিন সময় কাটাতে চান।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ২৬ মে। ১৭ তারিখ আয়ারল্যান্ড ত্যাগ করে ঐ ম্যাচের আগে ৫-৬ দিন দেশে থেকে এরপর ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন ক্রিকেটাররা। তবে ইংল্যান্ডের কঠিন ও অনভ্যস্ত কন্ডিশনে খাপ খাওয়ানোর জন্য ক্রিকেটারদের সেই ছুটি না দেওয়ার পক্ষে বোর্ডের বেশিরভাগ কর্তা।

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল আয়ারল্যান্ডে উড়াল দেবে ১ মে। ৭ মে নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা উইন্ডিজের মুখোমুখি হবে। ঐ সিরিজ শেষে ১৮ মে ইংল্যান্ডে পাড়ি দিলে সেখানে খাপ খাওয়ানোর জন্য ৫-৬ দিন বেশি সময় পাবেন ক্রিকেটাররা। বিসিবি এই সুবিধা বা সুযোগই কাজে লাগাতে চাচ্ছে।

 

যদিও সেক্ষেত্রে খেলোয়াড়দের মানসিক অবস্থা কতটা ফুরফুরে থাকবে সেই প্রশ্ন উঠছেই। ত্রিদেশীয় সিরিজে কাঙ্ক্ষিত ফলাফল না এলে যুক্ত হবে চাপ। সেই অপ্রত্যাশিত চাপের শঙ্কা মাথায় রেখে কিংবা বিশ্বকাপে ভালো করার রসদ জোগাড় করার জন্যই হয়ত ক্রিকেটাররা একটু সময় কাটাতে চেয়েছিলেন পরিবারের সাথে!


Related Articles

‘আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এখনো আসেনি’

বাংলাদেশকে সবাই ভয় পাবে, বিশ্বাস ম্যাকেঞ্জির

‘সাকিবই ছিল ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়’

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস