Scores

বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন নারীরা

আগামী টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপের আসর শুরুর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় বাংলাদেশ। আর এজন্য বেশ কয়েকটি ক্রিকেট বোর্ডের সাথে চলছে বিসিবির আলোচনা।

বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন নারীরা

এমনটাই জানিয়েছেন দেশের নারী ক্রিকেটের পথিকৃৎ এবং বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপের আগে যে ৩ মাস সময় হাতে আছে, এই সময়ের মধ্যে প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

Also Read - প্রস্তুতি ম্যাচ : মিডল অর্ডারে বিপর্যয়


দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম মানবজমিনকে তিনি বলেন, প্রাপ্তিগুলো সব সময় সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেএখন আমাদের সামনে বিশ্বকাপহাতে মাস সময় আছেতবে আমরা বসে থাকছি না

বড় আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি-পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগস্টের শুরুতেই লম্বা সময়ের জন্য ক্যাম্প শুরু করবোএরপর একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা চলছেবেশ কয়েকটি দেশের সঙ্গে কথা হচ্ছেএখনো চূড়ান্ত হয়নি

দ্বিপাক্ষিক সিরিজ বা কন্ডিশনিং ক্যাম্প তো আছেই। বিশ্বকাপের ভেন্যুর সাথে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের দশ দিন আগেই সেখানে পৌঁছানোর পরিকল্পনাও রয়েছে দলের। ফাহিম বলেন, এছাড়াও আমাদের শতভাগ চেষ্টা থাকবে যেন ওয়েস্ট ইন্ডিজে (উইন্ডিজে) অন্তত ১০ দিন আগে যেতে পারিসেখানেও প্রস্তুতি ম্যাচ খেলবে দলমূল উদ্দেশ্য কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া

ক’দিন আগেও বাংলাদেশ নারী দলের জন্য সাফল্য যেন ছিল মরীচিকা। অথচ ফাহিম  দলটির দেখভাল করা শুরু করার পর প্রেক্ষাপট বদলে গেছে রূপকথার গল্পের মত। এর কারণ কী? ফাহিমের উত্তর, আসলে আমি যখন দায়িত্ব নিলাম তখন দুটি দুর্বলতা আমার চোখে পড়েএকটি হল ফিল্ডিংয়ে অন্যটি ব্যাটিংকিন্তু দলটিই কিন্তু এখন সেখানে উন্নতি করেছে, তার মনে সমস্যা ছিল আরেকটি সেটি হলো মানসিকতায়ওরা নিজেদের একটি ছোট দল বা খর্ব শক্তির দল মনে করতোওরা যে চাইলে পারে সেই আত্মবিশ্বাসটিই ছিল নাআমরা এখানে পরিবর্তন আনি প্রথম

আরও পড়ুন: শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পেরির কান্নায় কাঁদলো ক্রিকেট বিশ্ব

ঐতিহাসিক ম্যাচে পেরিদের মুখোমুখি জাহানারা-সালমারা

ভারতকে ‘১৪২’ এ আটকে দিলো বাংলাদেশ

বিশ্বকাপে সালমাদের প্রাপ্য সম্মান ও সমর্থন দিবেন তো ভক্তরা?

ঐতিহাসিক আসরের বাকি মাত্র ১০০ দিন