Scores

বিশ্বকাপের আগে পিঠের ব্যথায় বিপাকে ধোনি

বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পিঠের ব্যথা। অনেক পুরনো এই ব্যথা নতুন করে নাড়াচাড়া দিয়ে ওঠায় বিশ্রাম নিতে চাচ্ছেন ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জেতা অধিনায়ক।

বিশ্বকাপের আগে পিঠের ব্যথায় বিপাকে ধোনি

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ফর্মে রয়েছেন ধোনি, দলও পাচ্ছে সাফল্য। মঙ্গলবার (২৪ এপ্রিল) সাকিব আল হাসানদের দল সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে ধোনিদের চেন্নাই। তবে এই ম্যাচেও পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত এই ক্রিকেটার।

প্রতি ম্যাচেই ধোনিকে ভোগাচ্ছে এই ব্যথা। তবে ধোনি সতর্ক, আর এর কারণ সামনে বিশ্বকাপ। আইসিসির সবচেয়ে বড় আসরে খেলার পথে যাতে পিঠের ব্যথা বাধা হয়ে না দাঁড়ায় এজন্য বিশ্রাম নিতে চাইছেন তিনি। সেক্ষেত্রে কয়েক ম্যাচে অধিনায়ক ধোনিকে ছাড়াই হয়ত মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

Also Read - কার্তিক-কুলদীপদের ছুটি দিল কলকাতা


হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচ শেষে ধোনি বলেন, ‘পিঠের অবস্থা ততটাও খারাপ নয়, তবে এখনও আড়ষ্টতা রয়েছে। সামনেই বিশ্বকাপ। ফলে এমন কিছু করতে পারব না যেটা আমার সমস্যা বাড়ায়।’

তিনি আরও বলেন, ‘যদি দেখি পরিস্থিতি খারাপ হচ্ছে, তাহলে অবশ্যই কিছু দিনের জন্য বিশ্রাম নেব। কোনো না কোনো চোট নিয়েই খেলতে হয়। যদি পুরোপুরি ফিট হওয়ার জন্য অপেক্ষা করতাম, তাহলে দুটি ম্যাচের মধ্যে পাঁচ বছরের বিরতি থাকত।’

বিশ্বকাপের আগে ধোনির বিশ্রাম প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের মত অনেক ম্যাচেই ধোনিকে ব্যাট হাতে নামতে হচ্ছে না, কিন্তু উইকেটের পেছনে গ্লাভস হাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হচ্ছে। ধোনি কি তাহলে কদিনের জন্য বিদায় জানাবেন আইপিএলের ম্যাচগুলোকে?

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়