Scores

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ বাংলাদেশের

আগামী ২১ ফেব্রুয়ারি পর্দা উঠবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্ব আসরের। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নিতে গত ২ ফেব্রুয়ারি দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আইসিসির অফিশিয়াল দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে সালমা খাতুনরা।

Also Read - ব্যাংকার্সদের টুর্নামেন্টে জয় পেয়েছে এসবিএসি ও ব্যাংক এশিয়া


 

বিশ্বকাপে অংশ নিতে বেশ আগেভাগেই দেশ ছেড়েছে বাংলার মেয়েরা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর আগে স্থানীয় দলগুলোর সাথে তিনটি প্রস্তুতি ম্যাচে অংশ নেওয়ার কথা আছে। এরপরই বিশ্বকাপের অংশ হবে বাংলাদেশ মহিলা দল। আগামী ১৫ ও ২০ ফেব্রুয়ারি আইসিসির বেধে দেওয়া দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। যেখানে প্রতিপক্ষ থাইল্যান্ড এবং পাকিস্তান।

১৫ তারিখ থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ সময় সকাল ৬টায়, সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। পাকিস্তানের বিপক্ষে ২০ ফেব্রুয়ারির ম্যাচটা হবে ব্রিজবেনে। ম্যাচ শুরুর সময় সকাল ৬টা।

এদিকে বিশ্বকাপ ক্রিকেটে এমনিতেই প্রাপ্তির খাতা শূন্য বাংলাদেশ মহিলা দলের। এবার তো পড়েছে বেশ শক্ত গ্রুপে। যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টিম টাইগ্রেস। এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে অতীতে খেললেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই খেলা হয়নি সালমাদের।

অস্ট্রেলিয়ার মাটিত হতে যাওয়া নারী বিশ্বকাপে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ২৪ ফেব্রুয়ারি পার্থে মুখোমুখি হবে ভারতের মেয়েদের। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় রুমানাদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। এর পরের দুই ম্যাচে মেলবোর্নে ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলার নারীরা, ২ মার্চের ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ মহিলা দল। সেই জয়ই এখন পর্যন্ত প্রাপ্তি হয়ে আছে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বাকি ১১ ম্যাচে হার সবকটিতেই।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করে নিন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ভারতকে গুঁড়িয়ে বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার

স্ত্রীর খেলা দেখতে জাতীয় দলের ম্যাচ বিসর্জন

অস্ট্রেলিয়া থেকে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

বড় দলের বিপক্ষে খেলার সুযোগ চায় বাংলাদেশ

জাহানারাদের গুগোলে খোঁজার হিড়িক!