Scores

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন স্টেইন

চোট ছিল আগেই। সেটা থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি এই ফাস্ট বোলার। চোটের কারণে খেলতে পারবেন না ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। শঙ্কা রয়েছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়েও।

শঙ্কায় স্টেইনের বিশ্বকাপ-যাত্রা, খোঁজা হচ্ছে বিকল্প!

চোট নিয়েই বিশ্বকাপে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। চোট কাটিয়ে এখনো পুরোপুরি সেরে উঠেননি এই ফাস্ট বোলার। বিশ্বকাপের মূল ম্যাচও এখনো শুরু হয়নি। আশা করা যাচ্ছিলো বিশ্বকাপের শুরু থেকেই পাওয়া যাবে স্টেইনকে। তবে পুরোপুরি সুস্থ না হয়ে উঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।

Also Read - সাইফউদ্দিনের পর রুবেলের আঘাত, ব্যাটিং বিপর্যয়ে ভারত


ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হয়ে উঠায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ মাঠে নামতে পারবেন না স্টেইন। আগামী ৩০ জুন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচেও মাঠে নামতে পারবেন কি না সেটা নিয়ে সংশয় রয়েছে। স্টেইনের ইনজুরি প্রসঙ্গে দলের প্রধান কোচ বলেন,

“ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আমরা আশা করছি বাংলাদেশের ম্যাচের আগে পুরোপুরি ফিট না হয়ে উঠলে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে আমরা পাব।”

আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন স্টেইন। সেখান থেকেই ইনজুরিতে পড়েন এই ফাস্ট বোলার।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক

সাকিবও বলছেন— মাশরাফির নিষ্প্রভতায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ

নিজের জন্য নয়, দেশের জন্যই খেলি: সাকিব

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!