Scores

বিশ্বকাপের জন্য শেবাগের পছন্দের ভারত দল

বিশ্বকাপ শুরু হতে খুব বেশি একটা দেরি নেই। আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে। এরই মধ্যে বিশ্বকাপের জন্য ভারতের দল বাছাই করলেন সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।

আগামী জুনে ইংল্যান্ডে বসতে যাওয়া বিশ্বকাপের জন্য আগামীকাল দল ঘোষণার কথা রয়েছে ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের। যদিও বিশ্বকাপের জন্য স্কোয়াড অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে। তবে বিশ্বকাপে চার নম্বর পজিশনের জন্য কাকে সেটি নিয়ে আলোচনার কমতি নেই বোর্ডের। দলের অধিনায়ক কোহলি, কোচের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আগামীকালই দল ঘোষণা করার কথা।

Also Read - ‘ক্লাবের চেয়ে দেশ বড়’


মূল দল ঘোষণার আগেই নিজের পছন্দের দল বাছাই করলেন সাবেক ক্রিকেটার শেবাগ। তার দলে নেই তেমন কোন চমক। নিজের সত্যায়িত টুইটারে পছন্দের স্কোয়াড প্রকাশ করেন শেবাগ। বিশ্বকাপের স্কোয়াডে দ্বিতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে কাকে নিবে সেটি নিয়েও কম সংশয় নেই। তবে শেবাগের পছন্দ রিশাভ পন্থই। দীনেশ কার্তিকের চেয়ে তাকে এগিয়ে রাখছেন শেবাগ।

অন্যদিকে ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর চার নম্বর পজিশনের জন্য সানজু স্যামসনকে এগিয়ে রাখছেন। এবারের আইপিএলে এখন পর্যন্ত বেশ ভালো কেটেছে স্যামসনের। এই আইপিএলে দেখা পেয়েছেন সেঞ্চুরিরও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

গায়ে বল লাগায় দুই শিশু ক্রিকেটারকে গুলি ভারতীয় যুবকের

ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন ধোনি!

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা দশে রোহিত

ক্রিকেটকে বিদায় বললেন গম্ভীর

ধোনির থেকে প্রত্যাশা কমানোর পরামর্শ কপিলের