Scores

বিশ্বকাপের পরই বিয়ে করবেন সাব্বির!

তিনি মূলত ক্রিকেটার, অর্থাৎ মাঠের মানুষ। তবে মাঠই শুধু নয়, সাব্বির রহমানের বিতর্কের ক্ষেত্র হয়ে আছে মাঠের বাইরের আঙিনাও। মারধর, হাতাহাতি থেকে শুরু করে সাব্বিরের বিরুদ্ধে সম্প্রতি এসেছে নারী কেলেঙ্কারির অভিযোগও।

sabbir

তবে নেতিবাচক সবকিছু থেকে নিজেকে দূরে রাখতে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন এই ক্রিকেটার। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত খবর অনুযায়ী, ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পরই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করবেন সাব্বির।

সাব্বির বলেন, ‘বিয়ে করে ফেলব ইনশা আল্লাহ খুব তাড়াতাড়িনিজে আরেকটু গুছিয়ে নেই, করে ফেলব ইনশা আল্লাহ।’

Also Read - মাঠ এবং উইকেট নিয়ে বোর্ডের সুদূরপ্রসারী পরিকল্পনা


সাব্বিরের বিরুদ্ধে আগে একাধিকবার নারীঘটিত অভিযোগ এসেছে, এসেছে ক’দিন আগেও। তবে এ প্রসঙ্গে নিজেকে শুদ্ধ দাবি করছেন সাব্বির। তার দাবি, যে মেয়ে সাব্বিরের সাথে সম্পর্কে ছিলেন বলে দাবি করেছেন, তাকে সাব্বির চেনেনই না।

সাব্বির বলেন, ‘যে মেয়ে ইন্টারভিও দিসে তাকে চিনিনা, জানিনাসে কেন মুখ ডেকে ইন্টারভিউ দিবেসে যদি আমার সাথে রিলেশনে থাকত বা এরকম ঘটনা হত তাহলে সে ফেস দেখিয়ে ইন্টারভিউ দিত।’

ঐ মেয়েকে চেনেন না বলে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতেও নারাজ সময়ের অন্যতম তারকাখ্যাতি বহনকারী এই ক্রিকেটার, ‘ফেস না দেখলে তো আমি চিনব নানা চিনলে তো আমি তাকে কিছু বলতে পারব না।’

নিন্দুকদের এমন কাজে সাব্বির তাই মোটেও বিচলিত নন। নিজের রাগের বিষয়টি মেনে নিয়েই বলেছেন, মাথা গরম করার বিষয়টি বাদে আর কোনো নেতিবাচক কাজেই জড়িয়ে নেই। সাব্বির বলেন, ‘কোন মেয়ে কী বলতেছে আমার কিছু আসতেছে না। আমি তো এমন না যে আট দশটা রিলেশন করে বেড়াইছি। এমন না যে আমার আট দশটা ক্লেইম আছে মেয়ে নিয়ে। আমার যে ক্লেইম ছিল সেগুলাই ঘুরে ফিরে আসতেছে।’

আরও পড়ুন: এশিয়া কাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস

হারিয়ে ফেলা বিশ্বকাপের মেডেল খুঁজে পেয়েছেন আর্চার!