Scores

বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

সদ্য সমাপ্ত ক্রিকেটের মেগা আসর অর্থাৎ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে খেলতে গিয়ে ইংল্যান্ড থেকে খালি হাতে দেশে ফিরতে হয়েছে ভারতকে। এক বছর বাদে আরও একটি বিশ্বকাপ সামনে। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে অস্ট্রেলিয়াতে। সেই বিশ্বকাপের জন্য এরই মধ্যে ঘোষণা দিয়ে নিজেদের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে বিরাট কোহলির দল।


তিন ম্যাচের টেস্টের সাথে সমান তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সাদা পোশাকের ক্রিকেটের আগে যেখানে কুঁড়ি ওভারি সিরিজে ডি ককদের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই সিরিজের মধ্য দিয়েই নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে নিতে চাইছে এই ফরম্যাটের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

Also Read - বাংলাদেশ হারলেই আফগানিস্তানের বিশ্বরেকর্ড!


আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেওয়ার আগে বিরাট কোহলি দল খেলবে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচকেই বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ঘোষণা দিয়েই খেলতে নামবে ভারত। যেই মিশন শুরু হচ্ছে আজ (রোববার) ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। এই মিশনকে ভারত শুধু দলগত প্রস্তুতি হিসাবেই ধরছে না, একই সাথে ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাইয়ের মঞ্চ হিসাবে দেখছে।

যেখানে দীর্ঘদিন ধরেই দলে চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে আছে দুর্বলতা, তাতে লড়াই হবে শ্রেয়স আইয়ার ও মনীশ পাণ্ডের মধ্যে৷ গত কয়েক বছর ধরেই এই ফরম্যাটে আসাযাওয়া মধ্যে আছেন মনীশ৷ গত আইপিএলে দিল্লি ক্যাপিটালকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আইয়ার৷ সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন দিল্লির এই ডানহাতি ব্যাটসম্যান৷

বিশ্বকাপ মাথায় রেখে দলের নিয়মিত দুই রিস্ট স্পিনার কুলদ্বীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের জায়গায় লেগস্পিনার রাহুল চাহার এবং অফস্পিনার ওয়াশিংটন সুন্দরকে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাজিয়ে দেখছে ভারত। এছাড়াও পেসার হিসেবে দীপক চাহার, নভদ্বীপ সাইনি ও খলিল আহমেদদেকে প্রস্তুত হওয়ার সুযোগ করে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া!

‘৩-৪টি টি-টোয়েন্টি সিরিজ ছিল’

“আইপিএলের জন্য অক্টোবর-নভেম্বরই সেরা সময়”

ভারতে ভোটারের থেকে আইপিএলের দর্শক বেশি

বিশ্বকাপ না হলে আইপিএল কেন- বর্ডারের প্রশ্ন