Scores

বিশ্বকাপের সময়ে আইপিএল আয়োজনের ঘোর বিরোধী পিসিবি

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান এ বছর টি-২০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাকে ‘অবাস্তব’ বলার পর বিশ্বকাপ আয়োজন না হওয়ার সম্ভাবনার পালে লেগেছে বাড়তি হাওয়া।  ভারতীয় গণমাধ্যমের খবর বলছে সেই সময়টা ফাঁকা পেলে বিসিসিআই আয়োজন করতে চায় আইপিএল। কিন্তু  এর  সম্পূর্ণ বিপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান।

বিশ্বকাপের সময়ে আইপিএল আয়োজনের ঘোর বিরোধী পিসিবি
ভারতের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২৬ সেপ্টেম্বর।১৮  অন্যদিকে, বিশ্বকাপ শুরুর কথা রয়েছে ১৮ অক্টোবর। আইসিসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আগেই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপের। যদিও এখনো চূড়ান্ত হয়নি কোনো তারিখ।

Also Read - এশিয়া কাপের দিকে চোখ আফগান অধিনায়কের


আইপিএলকে সময় দেওয়ার জন্য এশিয়া কাপের স্লট বদলানো হোক- এমনটা চান না পিসিবির প্রধান নির্বাহী। পাকিস্তানের জিটিভি নিউজকে ওয়াসিম খান বলেন, “পিসিবি কীভাবে একটা ঘরোয়া লিগের জন্য টি-২০ এশিয়া কাপের উইন্ডো সরাতে পারে। টি-২০ এশিয়া কাপ সূচি অনুসারেই আয়োজিত হবে এবং সদস্যদের সর্বশেষ টেলিকনফারেন্সে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি এবং এসিসির সদস্য অন্য বোর্ডগুলোর আর্থিক সংস্থানের জন্য গুরুত্বপূর্ণ।”

শুধু স্বাস্থ্য নিরাপত্তার কারণে এশিয়া কাপের সূচিতে পরিবর্তন আনা হলে তা মেনে নেওয়ার মতো বলে মন্তব্য করেছে ওয়াসিম খান। তিনি বলেন, “আমাদের অবস্থান একদম পরিস্কার। এশিয়া কাপ সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে এবং না হাওয়ার একমাত্র কারণ হতে পারে চলমান স্বস্থ্য নিরাপত্তার ইস্যু। আইপিএলকে জায়গা দেওয়ার জন্য এশিয়া কাপ সরানো হবে- এটি আমরা মেনে নিব না।”

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট নেই বলে ক্রিকেট বোর্ডগুলো লোকসানের মুখে রয়েছে।  তাই ভারত ছাড়া এশিয়া কাপে অংশ নিতে যাওয়া অন্যান্য দলগুলোও এশিয়া কাপ পিছিয়ে আইপিএলের বিরোধীতা করতে পারে।


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএলের জন্য সিরিজ পেছাল ইংল্যান্ডও

রোহিতদের জন্য পুরো ভবনই ভাড়া নিবে মুম্বাই

স্পন্সর নিয়ে ভারতীয়রাই উপহাস করছে আইপিএলকে

ক্ষমা চেয়েও চাকরি ফিরে পেলেন না সঞ্জয়

আইপিএলে স্পন্সর হিসেবে থাকছে না ভিভো