Scores

বিশ্বকাপের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত হল বাংলাদেশের জয়

ভারতের ইতিহাস সেরা মুহূর্তকে হারিয়ে বিশ্বকাপের সেরা মুহূর্তের খেতাব পেয়েছে বাংলাদেশের একটি মুহূর্ত। আইসিসির ভোটে সমর্থকরা বিশ্বকাপ ইতিহাসের সেরা মুহূর্ত হিসেবে বাছাই করেছেন ২০১৫ বিশ্বকাপে টাইগারদের ইংল্যান্ড বধের ক্ষণকে।

২০১৫ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলের সেই বিজয়ে ইংলিশরা বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে, আর বাংলাদেশ পৌঁছে যায় নকআউট পর্বে। সেই জয়কে বাংলাদেশের ইতিহাসের তো বটেই, ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসের অন্যতম চমকপ্রদ ঘটনা হিসেবে দেখা হয়।

Also Read - ভারতীয় ধারাভাষ্যকারের সেরা একাদশে সাকিব, নেই ওয়ার্নার-বুমরাহ


বাংলাদেশের কাছে হেরে পরের বিশ্বকাপে ২০১৯ সালে শিরোপা জেতে ইংল্যান্ড। এতে অ্যাডিলেডের সেই ম্যাচটির মাহাত্ম্য আরও বেড়ে যায় অনেকের কাছে। সেই ম্যাচে বাংলাদেশের জয়ের মুহূর্তকেই ক্রিকেট সমর্থকরা বিশ্বকাপ ইতিহাসের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত করেছেন।

২০০৭ বিশ্বকাপে ঐতিহাসিক ভারত বধকে পেছনে ফেলে অ্যাডিলেডের জয় শীর্ষ চারে জায়গা করে নেই। ‘সেমিফাইনাল’ নামক রাউন্ডে মাশরাফির দলের এই জয়টির প্রতিপক্ষ ছিল ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে কপিল দেবেন দুর্দান্ত ক্যাচ। সেই লড়াইয়ে জিতে চূড়ান্ত লড়াইয়ের জন্য মনোনীত হয় বাংলাদেশের ইংল্যান্ড-বধের মুহূর্ত।


চূড়ান্ত বাছাইয়ে বাংলাদেশের এই জয়ের বিপক্ষে ছিল মহেন্দ্র সিং ধোনির ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্ত। ভারতের বিপুল সংখ্যক ক্রিকেট সমর্থকদের ভোট পাওয়ার সুযোগ ছিল এই মুহূর্তের। তবে অবাক করে দিয়ে সবচেয়ে বেশ ভোট পায় বাংলাদেশের ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড বধের মুহূর্তটি। চূড়ান্ত বাছাইয়ে বাংলাদেশের জয়টি পেয়েছে শতকরা ৫১ শতাংশ ভোট। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্ত ৪৯ শতাংশ ভোট পেয়েছে। ভোটাভুটির পুরো প্রক্রিয়াতে জড়িত ছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

আইসিসির নিয়মে অসন্তুষ্ট শচীন; পরিবর্তনের দাবি

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই

২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই ঘটনার পর টসের নিয়মই পাল্টে যায়

সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর