Scores

বিশ্বকাপে অঘটন ঘটাবে বাংলাদেশ!

ইংল্যান্ডে এর আগে বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল ১৯৯৯ সালে। সেবার বাংলাদেশের প্রথম অংশগ্রহণে ‘গুরু’ ছিলেন সাবেক ক্যারিবীয় ক্রিকেটার গর্ডন গ্রিনিজ। টাইগাররা যখন ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আরও একটি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, গ্রিনিজ তখন বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন টুর্নামেন্টের উদ্বোধন করতে ঢাকায়।

বিশ্বকাপে অঘটন ঘটাবে বাংলাদেশ!

গলফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট নিয়েই বেশি প্রশ্ন সামলাতে হলো গ্রিনিজকে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানালেন, উইন্ডিজ ও পাকিস্তানের মত ‘আনপ্রেডিক্টেবল’ বাংলাদেশ এবার বিশ্বকাপে অঘটন ঘটাতে পারে।

Also Read - ওয়ার্নার যখন ‘বাহুবলী!’


গ্রিনিজ বলেন, বাংলাদেশ ভালো খেললে অনেক বড় দলের বিপক্ষে অঘটন ঘটিয়ে দিতে পারে। বাংলাদেশ অনেকটা উইন্ডিজ-পাকিস্তানের মতো। একদিন তারা ভীষণ ভালো খেলে তো আরেক দিন মোটেও ভালো ক্রিকেট খেলে না।’

২০ বছর আগে তিনি যে দলকে নিয়ে বিশ্বকাপে গিয়েছিলেন তার সাথে বর্তমান দলের পার্থক্য চোখে পড়ার মত। সেই স্বীকারোক্তির সাথে জানালেন বাংলাদেশের ধারাবাহিকভাবে ভালো খেলার প্রত্যাশা, ‘আশা করি এই টুর্নামেন্টে তারা ধারাবাহিক ভালো খেলবে। অন্যবারের তুলনায় এবার টুর্নামেন্টের ফরম্যাট ভিন্ন। অনেক খেলা হবে এবার। এই দলটা অবশ্য আগের চেয়ে অনেক স্থিতিশীল, অনেক ধারাবাহিক। আশা করি ভালো করবে।’

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো করলেও পারফরম্যান্সের গ্রাফে ছিল না ধারাবাহিকতা। সেটিই জানালেন গ্রিনিজ, বাংলাদেশ অনেক ভালো করছে। তবে অধারাবাহিকও বটে। আসলে এখন আপনি বলতে পারবেন না, অমুক দলটা ছড়ি ঘুরাচ্ছে ক্রিকেট বিশ্বে। বেশির ভাগ দল এক-দুই বছর শীর্ষে থাকছে আবার নিচে নেমে যাচ্ছে।’– বৃহস্পতিবার (৪ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন তিনি।

তবে এবারের বিশ্বকাপে সবগুলো এক একবার করে একে অপরের বিপক্ষে খেলবে বলে ভালো প্রতিদ্বন্দ্বিতার গন্ধ খুঁজে পাচ্ছেন গ্রিনিজ। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টে মনে হচ্ছে প্রতিটি দলই ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে শেষ চারে যেতে। একজন দর্শক হিসেবে বিনোদনদায়ী ম্যাচই দেখতে চাইব। হ্যাঁ, অবশ্যই দেখতে চাইব বাংলাদেশ ভালো করুক।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস