Scores

বিশ্বকাপে আর্চার সুযোগ না পেলে নগ্ন হবেন ভন!

বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। ইতোমধ্যে বেশ কয়েকটি দল নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। পিছিয়ে নেই স্বাগতিক ইংল্যান্ডও। যদিও বেশ আলোচনার জন্ম দেওয়া জফরা আর্চার ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি।

বিশ্বকাপে আর্চার সুযোগ না পেলে নগ্ন হবেন ভন!

যদিও আর্চারের সুযোগ রয়েছে এখনো। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়ে প্রথমবারের মত ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে যাওয়া এই সাবেক ক্যারিবীয় ক্রিকেটার হোম সিরিজে ভালো করতে পারলে খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা।

Also Read - মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় তারার মেলা


তবে আর্চারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ব্যাপারে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এতটাই আত্মবিশ্বাসী কিংবা নিশ্চিত যে, আর্চার বিশ্বকাপে সুযোগ না পেলে ভন নগ্ন হওয়ার ঘোষণা দিয়েছেন!

সম্প্রতি এক টুইট বার্তায় ভন বলেন, ‘আর্চার দুনিয়ার যেকোনো দলে সুযোগ পাওয়ার যোগ্যতা রাখে। আমি নিশ্চিত আর্চার বিশ্বকাপ দলে সুযোগ পাবে, তা না হলে আমি নগ্ন হবো!’

ভনের ঐ টুইটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনার ঝড়। কেউ কেউ ভনের আত্মবিশ্বাসের সুরে সুর মিলিয়ে আর্চারকে বিশ্বকাপ দলে নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ যেন নিরুপায় হয়ে বলতে চাইছেন- ভনের এমন কাণ্ড দেখতে না চাইলে অন্তত দলে নেওয়া হোক আর্চারকে!

২৪ বছর বয়সী আর্চারের জন্ম বার্বাডোজে, স্বভাবতই উইন্ডিজ জাতীয় দলের হয়ে খেলতে নামাই হওয়ার কথা ছিল জফরা আর্চারের স্বপ্ন। তবে নিজ বোর্ডের উপর থেকে মন উঠে যাওয়ায় বেছে নিয়েছেন ইংল্যান্ডকে। ইংল্যান্ডের হয়ে অবশ্য এখনও তার অভিষেক হয়নি। তবে দাপিয়ে বেড়ান ইংল্যান্ডেরই মাঠ, ঘরোয়া তথা কাউন্টি ক্রিকেটের জনপ্রিয় দল সাসেক্সের হয়ে। এছাড়াও মাঠ মাতান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে, এখন যেমন খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস

হারিয়ে ফেলা বিশ্বকাপের মেডেল খুঁজে পেয়েছেন আর্চার!