Scores

বিশ্বকাপে কোহলিদের সমর্থক করছেন ফুটবলার মুলার

ক্রিকেটের বিশ্বায়ন বিগত কয়েক বছরে কত ব্যাপক হারে হয়েছে, এর প্রমাণ পাওয়া যাচ্ছে চলমান বিশ্বকাপে। ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে যে উন্মাদনা সারা বিশ্বে, তাতে যোগ দিয়েছেন নামকরা অনেক ফুটবলারও; উপমহাদেশে যাদের তুমুল জনপ্রিয়তা।

বিশ্বকাপে কোহলিদের সমর্থন করছেন ফুটবলার মুলার

এমনই একজন থমাস মুলার। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ফুটবল দলের খেলোয়াড়। এবারের ক্রিকেট বিশ্বকাপের রোমাঞ্চ ছুঁয়ে গেছে তাকেও। আর মুলার তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এক টুইটার পোস্টের মাধ্যমে।

Also Read - অশ্বিনের চোখে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট


সম্প্রতি নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে মুলার বিশ্বকাপে তার সমর্থনের কথা জানান। একইসাথে শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দলকেও। বিশ্বকাপে বিরাট কোহলির দল ভারতকে সমর্থন করছেন মুলার। জানিয়েছেন- তিনি কোহলির একজন ভক্তও।

মুলার বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সব অংশগ্রহণকারী দলকে শুভকামনা জানাচ্ছি এবং আশা করছি রোমাঞ্চকর ম্যাচ দেখতে পাব। বিশেষ করে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে সমর্থন করছি।’

কোহলি মুলারের দলকে অতীতে সমর্থন জানিয়েছেন উল্লেখ করে মুলার জানান- কোহলি অতীতে তাদের সমর্থন করায় এবার তারাও কোহলিদের সমর্থন জানাচ্ছেন।

জার্মানির সমর্থন ভারতের জন্য থাকবে- টুইটে এমনটিও উল্লেখ করেন মুলার। টুইটের সাথে সংযুক্ত ছবিতে তাকে ভারতের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’