Scores

বিশ্বকাপে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিরাজ

প্রস্তুতি ম্যাচ দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর আমেজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ে বড় টুর্নামেন্টে চ্যালেঞ্জ নিতে নিজেকে প্রস্তুত করে তুলেছেন তিনি।

বিয়ের পিঁড়িতে মিরাজ

বিশ্বকাপকে সামনে রেখে কার্ডিফে অনুশীলন করেছে বাংলাদেশ দল। শনিবার সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। তিনি জানিয়েছেন ইংল্যান্ডের উইকেটের পেসারদের সাপোর্ট জোগানোই তার মূল চেষ্টা হবে। প্রতিপক্ষের রানের গতি কমিয়ে দিতে পারলেই যে উইকেট আসবে তা ভালোই জানেন এই ডানহাতি স্পিনিং অলরাউন্ডার।
মিরাজের ভাষায়, ‘স্পিনারদের জন্য উইকেট নেওয়ার চেয়েও এখানে আসল কাজ রান আটকান এবং পেসারদের সাপোর্ট জোগান। আমি যদি রান আটকাতে পারি হয়তো অন্য বোলার উইকেট নিতে পারবে। প্রথম থেকেই এটা করে আসছি। এটাই লক্ষ্য থাকবে- রান আটকাতে পারি কি না, ১০ ওভারের মধ্যে যত কম রান দিতে পারি।’

Also Read - ভেন্যু কার্ডিফ বলেই টাইগাররা আত্মবিশ্বাসী


প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মিরাজ। আন্তর্জাতিক পর্যায়ে এতো বড় টুর্নামেন্টে এর আগে অংশগ্রহণ করা হয়নি তার। তবে এটাকে চাপ হিসেবে না নিয়ে, চ্যালেঞ্জ হিসাবেই নিচ্ছেন তিনি।
বিশ্বকাপে চ্যালেঞ্জ মোকাবেলা করে দলের আস্থার প্রতিদান দিতে চান এই তরুণ ক্রিকেটার, ‘আন্তর্জাতিক পর্যায়ে চাপ তো থাকবেই। চ্যালেঞ্জ নিতেও ভালো লাগে। এই কন্ডিশনে কতটা ভালো করতে পারি এই চ্যালেঞ্জ। দল ভরসা রেখেছে, দল যা চায় সেটা দেওয়ার চেষ্টা করব। কোনো ঘাটতি যেন মনে না হয় সেই চেষ্টাই করছি।’

রবিবার (২৬ মে) নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তারপর ২৮ মে আরও একটি প্রস্তুতি ম্যাচ আছে টাইগারদের। সেদিন ভারতের বিপক্ষে মাঠে নামবে মিরাজরা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক