বিশ্বকাপে ডাক পেলেন জেমিসন
ফাস্ট বোলার ম্যাট হেনরির চোটে বিকল্প হিসেবে জেমিসনকে ডেকেছে নিউজিল্যান্ড।

হেনরির চোটে কপাল খুলল জেমিসনের
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2023-11-02T12:42:04+06:00
আপডেট হয়েছে - 2023-11-02T15:23:43+06:00
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের সাথে যোগ দিচ্ছেন ফাস্ট বোলার কাইল জেমিসন। বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে চলছে ইঞ্জুরির মিছিল। একের পর এক ইঞ্জুরিতে পড়ছেন ফাস্ট বোলাররা। তালিকায় সর্বশেষ সংযোজন ম্যাট হেনরি। আগে থেকেই চোটে ছিলেন লকি ফার্গুসন। হেনরির বিশ্বকাপ খেলা এখন সংশয়ে।[এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
ছবি:জেমিসন ও হেনরি
এত এত চোটের কারণে রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে ডাকা হয়েছে কাইল জেমিসনকে। আগে থেকেই টুর্নামেন্টে টিম সাউদির বিকল্প হিসেবে স্কোয়াডের সাথে ছিলেন তিনি। তবে সাউদি সুস্থ হয়ে যাওয়ায় জেমিসন দেশে ফিরে গিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে শনিবারের ম্যাচের আগে বৃহস্পতিবার ব্যাঙ্গালোরে পৌঁছাবেন জেমিসন।
ম্যাট হেনরি তার ডান হ্যামস্ট্রিংয়ের স্ক্যান ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আরেক পেসার লকি ফার্গুসন তার ইঞ্জুরি পরবর্তী পুনর্বাসন অব্যাহত রেখেছেন। প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, বাধ্য হয়েই বিকল্প পেসার ডাকার কথা ভাবতে হয়েছে তাদের।
গ্যারি স্টিড বলেন, "ম্যাটের (হেনরি) চোট কতটুকু গুরুতর তা জানা যায়নি। এখন অতি অল্প সময়ের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। তাই শনিবারের জন্য আমরা বোলার কম নেওয়ার ঝুঁকি নিতে পারি না।"
"ম্যাট (হেনরি) গত দুইটি বিশ্বকাপেই আমাদের জন্য একজন বিশ্বমানের পারফর্মার, তাই আমরা আজ তার স্ক্যানের ফলাফলের জন্য অপেক্ষা করছি।"
ভারতে ফেরার ব্যাপারে প্রস্তুত ছিলেন জেমিসন বলে মনে করছেন গ্যারি স্টিড। স্টিডের ভাষ্য, জেমিসন ভারতে ফেরার জন্য প্রস্তুত ছিলেন।
"আমরা কথা বলার সাথে সাথে কাইল(জেমিসন) প্রস্তুত হয়ে গেছে এবং আমরা তাকে দলে আবার স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি। কাইল টুর্নামেন্টের আগে আমাদের সাথে পুরো দুই সপ্তাহের জন্য অনুশীলন করছিল এবং তারপর একটি প্লাঙ্কেট শিল্ড ম্যাচ খেলেছে - তাই আমরা আত্মবিশ্বাসী যে সে ভালোভাবেই মাঠে নামতে পারবে।"
ভারতে দলের সাথে যোগ দিলেও এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্কোয়াডের অংশ নন জেমিসন। কেউ চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলে সেক্ষেত্রে স্কোয়াডে ঢুকে যেতে পারেন জেমিসন। শনিবারের ম্যাচ খেলতে আজ ব্যাঙ্গালোরে যাবে নিউজিল্যান্ড। শনিবার এই ভেন্যুতেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের ক্লিক করুন এখানেসাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে । ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।