Scores

বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন সাবেক নারী ক্রিকেটার জেসি

চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্কের হয়ে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি। ব্যাপক পরিচিত এই ক্রিকেট ব্যক্তিত্ব নতুন ভূমিকায় যুক্ত হতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন।

বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন সাবেক নারী ক্রিকেটার জেসি

মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়েই ধারাভাষ্য জগতে অভিষেক হবে জেসির। তিনিই প্রথম বাংলাদেশি নারী যিনি কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ধারাভাষ্য দিতে চলেছেন।

Also Read - তৃতীয় সন্তানের বাবা হলেন ওয়ার্নার


মোট তিনটি ম্যাচে জেসি ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ-ভারত ম্যাচের পর ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও ৪ জুলাই উইন্ডিজ-আফগানিস্তান ম্যাচে বাংলা ধারাভাষ্য কক্ষে থাকবে তার সরব উপস্থিতি।

২৮ বছর বয়সী জেসি বাংলাদেশ প্রমীলা জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা এই ক্রিকেটার বিয়ের পর স্বামী-সংসার সামলেও দারুণভাবে সামলেছেন ক্রিকেট। ক্রিকেট মাঠে খেলোয়াড় হিসেবে মাঠে না নামলেও বর্তমানে একটি বেসরকারি সংস্থায় ক্রিকেট নিয়েই কাজ করছেন তিনি।

জেসিকে ধরা হয় বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম অগ্রগণ্য হিসেবে। ক্রিকেটের টানে ২০০১ সালে বিকেএসপিতে ছুটে গেলেও তখন সেখানে নারীদের ক্রিকেটের কোনো সেক্টরই ছিল না। বাধ্য হয়ে লালমনিরহাটের এই ক্রিকেটার ক্যাটাগরি হিসেবে বেছে নেন ভিন্ন ক্রীড়া ইভেন্টকে। তবে বিকেএসপিতে নারীদের ক্রিকেটের প্রচলন হওয়ার আগে সপ্তাহে একদিন ক্রিকেট খেলতেন ছেলেদের ব্যাচের সাথে। বাংলাদেশ পুরুষ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও জেসি বিকেএসপির একই আবর্তনের শিক্ষার্থী।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’