বিশ্বকাপে পাকিস্তানের দুই রকম ওপেনিং জুটির পক্ষে মালিক
ম্যাচের পরিস্থিতি বুঝে ওপেনিং জুটি ঠিক করার পরামর্শ মালিকের।

বিশ্বকাপে পাকিস্তানের দুই রকম ওপেনিং জুটির পক্ষে মালিক
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-05-17T15:47:32+06:00
আপডেট হয়েছে - 2024-05-17T15:47:32+06:00
পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে আলোচনা যেন বছরের ৩৬৫ দিনই চলতে থাকে। এ ভালো, সে খারাপ, তার চেয়ে সে ভালো এমন না কথা চলতে থাকে পাকিস্তানের ক্রিকেটে। এবার দলের ওপেনিং জুটি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পাকিস্তানের হয়ে দীর্ঘদিন ধরেই ওপেনিংয়ে খেলছেন বাবর এবং রিজওয়ান।
আর কিছুদিন পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বমঞ্চে পাকিস্তানের ওপেনিং জুটি কেমন হওয়া দরকার এই প্রসঙ্গেই কথা বলেছেন
শোয়েব মালিক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য
পুরোপুরি তৈরি, এই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন
ছিলেন মালিক। সেখানেই কথা বলেছেন পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে।
ওপেনিং জুটি প্রসঙ্গে গণমাধ্যমকে মালিক জানান, ‘দেখুন, সাইম আইয়ুব উচ্চ ঝুঁকি নিয়ে খেলা একজন খেলোয়াড়। যেকোনো ব্যাটার, যারা বেশি ঝুঁকি নিয়ে খেলে, তাদের ধারাবাহিক পারফরম্যান্স করার সুযোগ কম।’
শোয়েব মালিক আরও বলেন, ‘ওর (সাইম) মধ্যে অমিত প্রতিভা আছে। আপনাকে দেখতে হবে যে হাই স্কোরিং ম্যাচ হয় কি না, যদি সেটাই হয়, সাইম আইয়ুবকে দিয়ে ওপেন করাতে হবে।’
বাদবাকি ম্যাচের ক্ষেত্রে মালিকের মত, ‘যদি হাই স্কোরিং ম্যাচ না হয়, তখন এটা কন্ডিশনের ওপর নির্ভর করবে। ম্যাচ যদি হয় ১৬০–১৭০ রানের, তাহলে আমার মনে হয় বাবর (আজম) ও (মোহাম্মদ) রিজওয়ানেরই ওপেন করা উচিত।’
সাধারণত ওপেনিংয়ে বাবর-রিজওয়ানকেই খেলিয়ে থাকে পাকিস্তান। তবে সম্প্রতি খেলানো হয়েছে সাইমকেও। এছাড়া ফখর জামানকে দিয়েও করানো যাবে ওপেনিং। আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।