Scores

বিশ্বকাপে প্রতি দলের সাথে থাকবেন দুর্নীতি দমন কর্মকর্তা

বিশ্বকাপে সব ধরনের দুর্নীতি এড়াতে আইসিসি কতটা সতর্ক অবস্থানে রয়েছে তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে ইংল্যান্ডে পা রাখার পরপরই প্রতিটি দলের সাথে জুড়ে দেওয়া হবে একজন অ্যান্টি করাপশন অফিসার বা দুর্নীতি দমন কর্মকর্তা। আর তিনি সার্বক্ষণিক দলের সাথে থেকে নিশ্চিত করবেন দুর্নীতিমুক্ত বিশ্বকাপ।

বিশ্বকাপে প্রতি দলের সাথে থাকবেন দুর্নীতি দমন কর্মকর্তা

ইতিপূর্বে আইসিসির অধীনে দুর্নীতি দমন কর্তারা কাজ করতেন কেবল ম্যাচ চলাকালে। ফলে একেক সময় একেক কর্মকর্তার সাথে কাজ করতে অসুবিধা হতো দলগুলোরও। তাছাড়া ম্যাচ চলাকালীন সময়ের বাইরে শৃঙ্খলা থাকছে কি না সেই প্রশ্ন তো ছিলই।

Also Read - সাকিবের সামনে রেকর্ডের হাতছানি


সবকিছু বিবেচনা করেই তাই বিশ্বকাপে ১০টি দলের সাথে সবসময় একজন করে মোট ১০ জন দুর্নীতি দমন কর্মকর্তা রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। দুর্নীতি দমন কর্মকর্তারা দলের সাথে থাকবেন সবসময়, একই হোটেলে; এমনকি যেকোনো অনুষ্ঠানেও।

ব্রিটিশ ভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ‘এখন একজন অফিসার পুরো টুর্নামেন্টে একটি দল নিয়ে কাজ করবে। প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে পুরো টুর্নামেন্ট পর্যন্ত। তারা দলের সঙ্গে একই হোটেলে থাকবে, এক সঙ্গে ভ্রমণ করবে। এবং অনুশীলন ও ম্যাচের দিনও দলের সঙ্গে থাকবে।’

বিশ্বকাপের মত বৈশ্বিক আসরকে কেন্দ্র করে নড়েচড়ে বসে বাজিকররা। ম্যাচ গড়াপেটার মত গুরু অপরাধের সম্ভাবনা তাই বিশ্বকাপ এলে বেড়েই যায়। ক্রিকেটারদের যেন কেউ ম্যাচ গড়াপেটায় সংযুক্ত করতে না পারে এজন্য ইংল্যান্ড বিশ্বকাপে বেশ সজাগ দৃষ্টি রেখেছে আইসিসি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তিন বিভাগে টেস্ট র‍্যাংকিংয়ের সেরা ৫ ক্রিকেটার

আফগান-বাংলাদেশ টেস্টে আম্পায়ার থাকছেন যারা

আজীবন নিষিদ্ধ হলেন হংকংয়ের দুই ক্রিকেটার

সরাসরি দেখা যাবে নারী দলের বিশ্বকাপ-বাছাই ম্যাচগুলো

পাকিস্তানকে ই-মেইল, হামলার হুমকিতে কোহলিরা!