Scores

বিশ্বকাপে প্রোটিয়াদের ফেভারিট মনে করেন না ক্যালিস

ঘনিয়ে আসছে আরও একটি বিশ্বকাপ। বরাবরের মত এবারও ভালো প্রস্তুতি ও দুর্দান্ত ফর্ম নিয়ে বিশ্বকাপে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা। তবে এবার কি দলটি বিশ্বকাপের খরা ঘুচাতে পারবে?

বিশ্বকাপে প্রোটিয়াদের ফেভারিট মনে করেন না ক্যালিস

দেশটির সাবেক কিংবদন্তী অলরাউন্ডার জ্যাক ক্যালিস অবশ্য মনে করেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ছোঁয়া এবারও পাবে না! অতীতে প্রতিবার ভালো মানের দল গড়েও ফাইনালের আগেই বাদ পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এতে দলটির নামও পড়ে গেছে- ‘সেমিফাইনালের দল’। কেউ কেউ চোকার্স বলেও ক্ষ্যাপান। যদিও আসর শুরুর আগে দক্ষিণ আফ্রিকাকে অন্যতম ফেভারিট হিসেবেই ধরা হয়।

Also Read - বিশ্বকাপের আগে বাংলাদেশের চারটি নাকি পাঁচটি ম্যাচ?


তবে বারবার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের হতাশই করে আসছে প্রোটিয়ারা। আর এ কারণেই হয়ত ক্যালিস নিজের সাবেক দলকে বিশ্বকাপের ফেভারিট মানতে নারাজ।

তিনি বলেন, ‘আমি মনে করি এবারের বিশ্বকাপটি বেশ উন্মুক্ত হবে। গুরুত্বপূর্ণ ‍মুহূর্তে যারা ভালো করতে পারবে তাদের সুযোগ থাকবে অনেকদূর যাওয়ার। তবে আমি মনে করছি না আসন্ন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট মনে করা হবে।’

যদিও ক্যালিসের মতে, অতীতের বিশ্বকাপের আসরগুলোতেও কম ফেভারিট দল হিসেবে অংশ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফেভারিট তকমা গায়ে না লাগিয়ে অংশ নেওয়াতেও তিনি খুঁজে পাচ্ছেন ইতিবাচকতা।

ক্যালিস বলেন, দক্ষিণ আফ্রিকা ফেভারিট নয়। তবে কখনও কখনও আপনার উপর যদি চাপ কম থাকে তাহলে সেটা ইতিবাচক প্রভাব ফেলে। তবে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে বলা যায় না। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা তুলনামূলক কম ফেভারিট হিসেবে যাবে যেমনটা অন্যান্য বিশ্বকাপেও গিয়েছিল। তবে এভাবে যাওয়াটা কখনো কখনো খারাপ হয় না।’

গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০৭ ও ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালেই পরাজিত হয় প্রোটিয়ারা। বিশ্বের অন্যতম শক্তিশালী ও পরাশক্তি দলটির বিশ্বকাপ যাত্রা কি এবার সেমিফাইনালের ধাপ পেরিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে? উত্তর কেবল সময়ের হাতেই!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস