Scores

বিশ্বকাপে ফেবারিট নয় অস্ট্রেলিয়া!

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ১৫ দিন। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে অস্ট্রেলিয়াকে ফেবারিট দাবি করছেন না সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়ান। তিনি মনে করেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিততে হলে নিতে হবে বেশ কয়েকটি ঝুঁকি।

বিশ্বকাপের কথা চিন্তা করলেই সবার আগে মাথায় আসে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নাম। আর কেনই বা আসবে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন যে তারা। নিজেদের ঘরে পাঁচবার বিশ্বকাপ ট্রফি তুলেছে অস্ট্রেলিয়া। অথচ আসন্ন বিশ্বকাপে নিজেদের হট ফেবারিট দাবি করতে পারছেন না সাবেক এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ২০১৫ বিশ্বকাপ জেতার পর সময়টা বেশ ভালোই যাচ্ছিল অস্ট্রেলিয়ার।

Also Read - ৩৬ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ইমাম


তবে ২০১৭ সালে স্মিথ-ওয়ার্নারের নিষিদ্ধর পর ফর্মই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে বর্তমানে দারুণ ফর্মে রয়েছে দলটি। ভারতের মাটিতে ভারতকে ওয়ানডে সিরিজ হারানো, পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজ জয় এবং সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ নিউজিল্যান্ডের ‘এ’ দলকে ডেকে এনে ম্যাচ খেলা- সবমিলিয়ে প্রস্তুতিটা ভালোই নিয়েছে অস্ট্রেলিয়া।

তবুও নিজেদেরকে ফেবারিট দাবি করছেন না ব্রেন্ডন জুলিয়ান। তিনি মনে করেন বিশ্বকাপ জিততে হলে ওয়ার্নার-স্মিথকে জ্বলে উঠতেই হবে ব্যাট হাতে। সেই সাথে দলের আরও দু’একজন এক্স-ফ্যাক্টর ক্রিকেটার হিসেবে জ্বলে উঠতে হবে।

“এই দলের কোন অনিশ্চয়তা নেই যে তাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে। যাই হোক, তাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হলে তাদের বেশ ঝুঁকিও নিতে হবে আমি মনে করি। আমি বলছি না তারা দারুণ ফর্ম নিয়ে এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। আমি তাদের চারেই রাখব। দলে দুই-একজন এক্স-ফ্যাক্টর ক্রিকেটার ফিরেছে।”

“আমার পছন্দ ডেভিড ওয়ার্নার! আমার মনে হয় সে টুর্নামেন্ট সেরা হবে। সেই সামর্থ্য তার রয়েছে। সে জাতীয় দলের জার্সি গায়ে রান করতে মুখিয়ে আছে।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অস্ট্রেলিয়ায় আবাস গড়বেন মালিঙ্গা

আইসিসি হল অব ফেম’এ নতুন তিন মুখ

টম মুডির কপাল পোড়ালেন ট্রেভর বেইলিস

ক্যালিস-কেকেআরের ৯ বছরের সম্পর্ক বিচ্ছেদ

অস্ট্রেলিয়ার অ্যাশেজ স্কোয়াডে চমক