Scores

বিশ্বকাপে ফের বাড়ছে দলের সংখ্যা!

ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ফিফা যেখানে বিশ্বায়নের পথে হাঁটছে, সেখানে উল্টো চিত্র ‘ভদ্রলোকের খেলা’ খ্যাত ক্রিকেটে। একসময় ১৪ দল নিয়ে হত ওয়ানডে বিশ্বকাপ। সেই সংখ্যা কমে দাঁড়ায় ১০-এ। এ নিয়ে বিস্তর আলোচনার পর ফের দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

২০২৭ বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা!
সর্বশেষ বিশ্বকাপে অংশ নিয়েছিল ১০টি দল। ফাইল ছবি

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের দাবি, ২০২৭ বিশ্বকাপে দলের সংখ্যা ১০ থেকে বেড়ে ফের ১৪ হতে পারে। ২০১৫ সাল পর্যন্ত ১৪ দল নিয়েই হয়েছে বিশ্বকাপ। ২০১৯ সালে প্রথমবারের মত ১০ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

১০ দলের বিশ্বকাপে অন্তত দুটি টেস্ট স্ট্যাটাস পাওয়া দলই খেলতে পারে না। গত আসরে খেলার সুযোগ পায়নি জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও অল্পের জন্য বাদ পড়েনি; বৃষ্টিভাগ্যে স্কটল্যান্ডের বিপক্ষে ডাকওয়ার্থলুইস পদ্ধতিতে জিতে কোয়ালিফাই করে।

আগামী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। এই বিশ্বকাপেও খেলবে ১০টি দল। তবে ২০২৭ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে আবারও ১৪ করার সম্ভাবনা রয়েছে।

এই মাসে আইসিসির সদস্য বোর্ডগুলোর প্রধান নির্বাহীদের সভা রয়েছে। সেই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে। টেলিগ্রাফের দাবি, ২০২৭ বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত আসবে সিইওদের সেই সভা থেকে।

দল কমানোর নীমে কপাল পুড়েছে যাদের, তাদের অন্যতম আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে দলটির বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, ‘ক্রিকেট আয়ারল্যান্ড এখনো বিশ্বাস করে বিশ্বকাপে দল সংখ্যা ১০ অনেক কম। এটা ক্রিকেটের অন্যতম বড় সমস্যাও। এ নিয়ে আমরা অনেক কাজ করছি।’ 

আয়ারল্যান্ডের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পেছনে বড় ভূমিকা রেখেছিল বিশ্বকাপে তাদের পারফরম্যান্স। ২০০৭ বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশ, ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড ও ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক সৃষ্টি করে দলটি। যদিও টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আর বিশ্বকাপ খেলা হয়নি আইসিসির অদ্ভুত নিয়মের কারণে।

Related Articles

তিনবার মনোনিত হওয়ার পর অবশেষে বিজয়ী রুট

ওমানেই শুরু হবে বাংলাদেশের আসল প্রস্তুতি

দুর্নীতিবিরোধী ‘৬’ ধারা ভেঙে ‘৪’ বছর নিষিদ্ধ শাব্বির

আগস্টের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রুট, শাহীন, বুমরাহ

না ফেরার দেশে র‍্যাংকিংয়ের জনক ডেক্সটার