Scores

বিশ্বকাপে বাংলাদেশের চ্যালেঞ্জ দেখছেন সাকিব

আগামী বছর ইংল্যান্ডে বসতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এই আসর আয়োজিত হবে ভিন্নভাবে। বিশ্বকাপের প্রতি আসরে দুই গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো খেললেও এবার আর সেটি থাকছে না। বিশ্বকাপে অংশ নেওয়া দশটি দলই খেলবে একে অপরের বিপক্ষে। নতুন নিয়মে প্রত্যেক দলই খেলবে নয়টি করে ম্যাচ। এই নয় ম্যাচের মধ্যে পরের রাউন্ডে উঠতে হলে জিততে হবে কমপক্ষে চার থেকে পাঁচটি ম্যাচ।

বিশ্বকাপে বাংলাদেশের চ্যালেঞ্জ দেখছেন সাকিব

যেখানে আগের নিয়মে তিনটি জিততে পারলেই পরের রাউন্ডে উঠার প্রবল সম্ভবনা ছিল। সেটি উঠে যাওয়াতে সমানে সমানে লড়াই হবে। নিজেদের সেরাটা দিতে পারা দলগুলোই কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। গত বিশ্বকাপে প্রথমবারের মত কোয়াটার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ালিফাই করে টাইগাররা। আগামী বিশ্বকাপকে কেন্দ্র করে প্রত্যাশার কমতি নেই টাইগার ভক্তদের মাঝে।

Also Read - 'বিষয়টা আসলে ভুল বোঝাবুঝি ছিল'


এই নিয়ম যে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে সেটি মনে করিয়ে দিলেন ওয়ানডে দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিন বিশ্বকাপ খেলে এই অলরাউন্ডের চোখে এটিই সবচেয়ে চ্যালেঞ্জিং। তাই জিততে হলে যে নিজেদের সেরাটার চেয়েও বেশি দিতে হবে সেটি ভালো করেই জানেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

‘আমি যতগুলা বিশ্বকাপ খেলেছি, ২০০৭, ২০১১ এবং ২০১৫ এর মধ্যে এটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। কারণ আগের ফরম্যাটে ভাগ্যক্রমে একটা ম্যাচ জিতে গেলেও একটা সুযোগ থাকতো। নতুন নিয়মে ৪-৫ ম্যাচ জেতা লাগবে। বড় দলগুলোর সাথে অন্তত তিন, চারটা ম্যাচ জিততে হবে। আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। অন্যদিকে আমরা বর্তমানে অনেক ভালোই খেলছি। হতাশ হওয়ার কিছু নেই। আমার কাছে মনে হয় ইতিবাচক থাকাটাই ভালো।’

আগামী বছরের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। জুন দ্যা ওভালে প্রোটিয়াদের বিপক্ষে লড়বে টাইগাররা। একই ভেন্যুতে দিবা-রাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচ, কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে নিজেদের নবম এবং শেষ ম্যাচটি খেলবে সাকিব, তামিম, মুশফিকরা।

আরও পড়ুনঃ ‘টেস্টের উন্নতি ওয়ানডের চেয়েও বড় অর্জন’

Related Articles

বিশ্বকাপে ফের বাড়ছে দলের সংখ্যা!

বাংলাদেশ থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপে বাংলাদেশের ঘাটতি ছিল কোথায়?

২০১৯ বিশ্বকাপের সেরা ৫ ঘটনা

টুইটারে প্রশংসিত টাইগারদের বিশ্বকাপ পারফরম্যান্স