Scores

বিশ্বকাপ দলের সাথে ইমরানের কাছে গেলেন আমিরও!

বিশ্বকাপ দলে সুযোগ পাননি, যদিও সুযোগ পেয়েছে ইংল্যান্ড সিরিজের দলে। তবুও মোহাম্মদ আমিরের বিশ্বকাপ ভাগ্য এখনও ঝুলছে পেন্ডুলামের মত। তারকা এই পেসারকে বিশ্বকাপ দলে আপাতত না রেখে পাকিস্তান যে সাহস দেখিয়েছে, তাতে বিশ্বকাপে না খেলার শঙ্কা তো থাকছেই!

বিশ্বকাপ দলের সাথে ইমরানের কাছে গেলেন আমিরও! f

তবে সেই মোহাম্মদ আমির এবার বিশ্বকাপ দলের সাথে সওয়ার হয়েই দেখা করে এলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের সাথে। বিশ্বকাপ দলের সাথে আমিরের সঙ্গী হওয়া জন্ম দিয়েছে আলোচনার।

Also Read - বিশ্বকাপে আর্চার সুযোগ না পেলে নগ্ন হবেন ভন!


খেলোয়াড়রা ইমরানের সাথে সাক্ষাতের পর প্রায় এক ঘণ্টা খেলোয়াড়দের সাথে আলাপ করেন প্রধানমন্ত্রী। এ সময় পিসিবি চেয়ারম্যান এহসান মানি, কোচ মিকি আর্থার ও প্রধান নির্বাচক ইনজামাম উল হক উপস্থিত ছিলেন।পূর্বসূরির সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছ্বাস প্রকাশ করে পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ বলেন, ‘আমাদের অধিনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রীর ইমরান খানের সঙ্গে সাক্ষাত পেয়ে দারুণ আনন্দিত। ইনশাল্লাহ তার নির্দেশনা অনুসরণ করে তার দেখানো পথে হেঁটে দেশকে বিশ্বকাপ এনে দেব।’


আমির বিশ্বকাপ দলে ডাক না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারে খুলে যেতে পারে দরজা, কেননা ২৩ মে পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ খোলা রেখেছে আইসিসি। এছাড়া খোদ প্রধান নির্বাচক ইনজামামই আমিরকে দলে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে বাড়তি খেলোয়াড় হিসেবে আসিফ ও আমিরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানে আসিফ সম্ভবত সেরা আগ্রাসী ব্যাটসম্যান, আর আমিরের অভিজ্ঞতা এবং ইংল্যান্ডে ভালো রেকর্ড আছে। যদি প্রয়োজন হয় তাহলে ২৩ মে পর্যন্ত তাদেরকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’