Scores

বিশ্বকাপে খেলা প্রসঙ্গে বোমা ফাটালেন ডি ভিলিয়ার্স!

এবি ডি ভিলিয়ার্স বিশ্বকাপ দলে জায়গা দাবি করে বসেননি! বরং তাকে জাতীয় দলের দরজা খোলা থাকার যে কথা বলা হয়েছিল অবসর নেওয়ার সময়ে, সেই প্রসঙ্গ থেকেই বলেছিলেন- প্রয়োজন হলে তিনি বিশ্বকাপ দলে খেলতে পারেন। 

বিশ্বকাপ দলে জায়গা চাননি ডি ভিলিয়ার্স!

বিশ্বকাপ শুরুর প্রাক্বালে গুঞ্জন ওঠে- দক্ষিণ আফ্রিকার দল চূড়ান্ত হওয়ার একদিন আগে বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেন এবি। তিনি খেলার জন্য মরিয়া ছিলেন- এমনও উল্লেখ করা হচ্ছিল কিছু বিদেশি গণমাধ্যমে। তবে এবির দাবি, তিনি খেলার জন্য মরিয়া হয়ে ছিলেন না এমনকি খেলতে পারবেন না এটি ধরে নিয়েই জানতে চেয়েছিলেন দলে তার প্রয়োজনীয়তা আছে কি না।

Also Read - দেশে ফিরতে টিকিট বিড়ম্বনায় ভারত


তিনি বলেন, ‘অবসর নেওয়ার দিন আমাকে ব্যক্তিগতভাবে একজন বলেছিলেন, আমার জন্য বিশ্বকাপের দরজা এখনো খোলা আছে। আমি খেলার প্রস্তাব করিনি, বরং আমাকেই বলা হয়েছিল সুযোগের কথা। আমি হ্যাঁ বলেছিলাম। হয়ত না বললেই ভালো হত। এই সময়ে আমার সাথে বোর্ডের কোনো চুক্তি ছিল না। আমি সিদ্ধান্ত জানাই এবং দক্ষিণ আফ্রিকা ওটিস গিবসনের কোচিং ও ফ্যাফ ডু প্লেসির অধিনায়কত্বে এগোতে থাকে।’

প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসির সাথে নিজের সুসম্পর্কের কথা জানিয়ে এবি বলেন, ‘স্কুল থেকেই আমি ও ফ্যাফ বন্ধু। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দুইদিন আগে তার সাথে আমার ম্যাসেজে কথা হচ্ছিল। আমি ভালো ফর্মে ছিলাম। অবসর নেওয়ার সময় আমাকে যে কথা বলা হয়েছিল সেটিই আমি বলেছিলাম- যদি আমাকে প্রয়োজন হয় আমি আসতে পারি। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তবেই শুধু।’

নিজের অবস্থান পরিস্কার করে সাবেক প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, ‘আমি সত্যি দলে ফেরার দাবি করে বসিনি। টুর্নামেন্টের প্রাক্বালে কোনোভাবেই জোর করিনি আমাকে দলে নেওয়ার জন্য। আশাও রাখিনি যে বিশ্বকাপ দলে জায়গা পাব। আমি এতে কষ্টও পাইনি, কিংবা কোনো অবিচারও দেখিনি।  কেউ কেউ বলেছেন আমি টাকার দ্বারা প্রভাবিত হয়েছি। এটা সম্পূর্ণ ভুল। আমি অনেক জায়গায় খেলার প্রস্তাবই উড়িয়ে দিয়েছি।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’