Scores

বিশ্বকাপ না হলে অবশ্যই আইপিএল খেলতে চান ওয়ার্নার

কোভিড ১৯ এর আক্রমণে ভার‍তে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় মার্চ মাস থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হয়ে যায়। আইপিএলের ত্রয়োদশ আসরের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ঝুলে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎও। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যায় ওই সময়ে আইপিএল খেলতে কোনো আপত্তি নেই ডেভিড ওয়ার্নারের।

আইপিএলে ফিরছেন 'অধিনায়ক' ওয়ার্নার

কয়েক দফায় বৈঠক করেও আইসিসি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। অপরদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে বলা হয়েছে, এই অবস্থা চলতে থাকলে ১৬টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করার চিন্তাটা অনেকটা অবাস্তব। পরোক্ষভাবে বলা যায়, এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনে সায় দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

Also Read - সরকারের আপত্তিতে স্থগিত এবি-ডি ককদের অদ্ভুত ম্যাচ


আগে থেকেই গুঞ্জন ভাসছে। যদি বিশ্বকাপ স্থগিত হয়ে যায় তাহলে অক্টোবর-নভেম্বরের ওই সময়টাতে আইপিএল আয়োজন করা হবে। আইপিএলের নিয়মিত মুখ অস্ট্রেলিয়ান তারকা ওয়ার্নার জানিয়েছেন, আইপিএল আয়োজন হলে তিনি খেলবেন নিশ্চিত। তবে এখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি দেয়ার ব্যাপারও আছে।

ওয়ার্নার বলেন, ‘বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার ব্যাপারে অনেক কথা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে ১৬টি দলকে একসাথে এনে সব ব্যবস্থা করা, কোয়ারেন্টিনের ব্যবস্থা করা বেশ কষ্টসাধ্য। তাছাড়া অস্ট্রেলিয়া সরকারও এই অবস্থায় অনেক কিছুতে বিধিনিষেধ আরোপ করেছে। আমাদের সেই সিদ্ধান্ত এবং আইসিসির সিদ্ধান্তগুলোও মেনে চলতে হচ্ছে।’

আইপিএল খেলার ব্যাপারে তিনি বলেন, ‘যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যায়, তাহলে আমি নিশ্চিত আমরা আইপিএল খেলতে যেতে পারব। তখন আইপিএল খেলার ব্যাপারে আমার মনোভাব ইতিবাচক। আমি খেলতে চাই। যদি ক্রিকেট অস্ট্রেলিয়া অনুমতি দেয় আমি অবশ্যই খেলতে যাব। দিনশেষে, ক্রিকেট খেলাই আমার ভালোবাসা। আইপিএলে চুক্তিবদ্ধ সবাই চাই টুর্নামেন্টটি আয়োজিত হোক।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

মায়ের পরামর্শেই বাবাকে দাফন করতে যাননি সিরাজ

বাবাকে শেষ দেখাও দেখতে পারলেন না সিরাজ

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের

বদলে যাওয়া নিয়মে সর্বোচ্চ পয়েন্ট সত্ত্বেও শীর্ষস্থান হারাল ভারত

কোহলিবিহীন ভারতকে সফল হওয়ার টোটকা জানালেন শোয়েব