Scores

বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুললেন বাটলার

ইংলিশ ক্রিকেটার হিসেবে জস বাটলারের নাম স্মরণীয় হয়ে থাকবে সবসময়। ইংল্যান্ডকে আরাধ্য ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন যে ক্রিকেটাররা, তাদেরই একজন বাটলার। এমনকি ২০১৯ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে শিরোপা নিশ্চিতের পেছনেও তার ছিল বড় অবদান। এবার সেই ম্যাচের ব্যবহৃত জার্সি নিলামে তুলে নতুন করে আলোচনায় এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুললেন বাটলার

বলা বাহুল্য, বাটলারের এই নিলাম-কার্যক্রম মহৎ উদ্দেশ্যে। করোনাভাইরাসে পুরো পৃথিবীই পড়েছে বিপাকে। ইংল্যান্ডের মত সমৃদ্ধ দেশও হিমশিম খাচ্ছে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে। অনেক হাসপাতালে প্রয়োজন অত্যাধুনিক সরঞ্জাম, সেজন্য প্রয়োজন ব্যাপক পরিমাণ অর্থও।

Also Read - করোনায় বিপদগ্রস্তদের সহায়তা করে তীব্র সমালোচনার মুখে যুবরাজ


একটি হাসপাতালে সেই অর্থের যোগান দিতেই জার্সি নিলামে তুলেছেন ইংলিশ তারকা বাটলার।

রয়্যাল ব্রম্পটন অ্যান্ড হেয়ারফিল হাসপাতালের জন্যই বাটলারের এই উদ্যোগ। তার ঐতিহাসিক জার্সি যিনি কিনে নিবেন, তার দেওয়া অর্থে ঐ দুই হাসপাতালে কেনা হবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি।


এমন ঘোষণা দিয়েছেন বাটলার নিজেই। এক টুইট বার্তায় তিনি বলেন-

‘বিশ্বকাপ ফাইনালে পরা আমার জার্সিটি আমি নিলামে তুলছি, রয়্যাল ব্রম্পটন অ্যান্ড হেয়ারফিল হাসপাতালের দাতব্য কাজের জন্য। গত মাসে তারা জানিয়েছিল, করোনাভাইরাসে আক্রান্তদের জীবন বাঁচানোর জন্য কিছু যন্ত্রপাতি প্রয়োজন।’

এই ঘোষণা দেওয়ার পর ইতোমধ্যে বাটলারের সেই জার্সির নিলামও শুরু হয়ে গেছে। তার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছে খোদ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই প্রতিবেদন লেখার সময় বাটলারের জার্সির মূল্য হাঁকা হয়েছে ৬৩ লাখ টাকা পর্যন্ত!


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

করোনায় প্রাণ হারালেন পাকিস্তানি ক্রিকেটার

ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

এবার ইংলিশদের নেতৃত্ব দিবেন স্টোকস!

বিশ্বকাপের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত হল বাংলাদেশের জয়

চার প্রক্রিয়ায় অনুশীলনের পরিকল্পনা সাজিয়েছে ভারত