Scores

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি এখনো জ্বলজ্বল ক্রিকেট অঙ্গনে। আসরের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের দুই ইনিংসের খেলা শেষে ফলাফল ‘টাই’ হওয়ার পর সেদিন ‘টাই’ হয়েছিল সুপার ওভারটিও। জয়ী খুঁজতে তাই গণনা করা হয়েছিল বাউন্ডারি সংখ্যা, যার ফলে প্রথমবারের মত বিশ্বকাপ জিতে ইংল্যান্ড।

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

তবে ঐ নিয়ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আইসিসির এই নিয়মের মুণ্ডুপাত করে অনেকেই বলেছিলেন- প্রয়োজনে আরও একটি সুপার ওভার মাঠে গড়ানো যেত। আইসিসি তাদের এই নিয়ম পাল্টাবে কি না সেই প্রশ্নের উত্তর সময়ের কাছে। তবে এই নিয়মে সংশোধন এনেছে বিগ ব্যাশ।

Also Read - শ্রীলঙ্কায় যাচ্ছেন ডমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট


অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগটির আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, বিগ ব্যাশের আগামী আসর থেকে ‘টাই’ হওয়া ম্যাচে বাউন্ডারির সংখ্যা দিয়ে জয়ী খোঁজার নিয়ম থাকছে না। কোনো ম্যাচ ‘টাই’ হওয়ার পর সুপার ওভারও ‘টাই’ হলে প্রয়োজনে একাধিক সুপার ওভার মাঠে গড়ানো হবে ম্যাচের জয়-পরাজয় নির্ধারণের জন্য।

আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নবম আসর। সেই আসরের নিয়মকানুন সম্পর্কে জানানোর সময়ই লিগের চেয়ারম্যান অ্যালিস্টার ডবসন বিশ্বকাপ-ফাইনালের সেই বিতর্কিত নিয়ম পরিহার করার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর বাউন্ডারির সংখ্যা দিয়ে জয়ী খোঁজার পদ্ধতিটি অনেক সমালোচিত হয়েছে। নারী বিগ ব্যাশ লিগের সেমিফাইনালে সিডনি সিক্সার্স ও মেলবোর্ন রেনিগেডসের ম্যাচও বাজে ধারণা তৈরি করে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিগ ব্যাশের পুরুষ বা নারী ইভেন্টের কোথাওই আর সেই নিয়ম থাকবে না। প্রয়োজনে একাধিক সুপার ওভার হবে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়ার্নারদের ঝড়ে উড়ে গেল ভারত

ঝড়ো শতকে স্টয়নিসের রেকর্ডের ফুলঝুরি

অবসর ভাঙছেন পন্টিং-ওয়ার্ন-গিলক্রিস্টরা!

চড়া দামে বিক্রি হল ওয়ার্নের ব্যাগি গ্রিন

বাংলাদেশ সফর নিয়ে চিন্তিত ল্যাঙ্গার