Scores

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন রুমানা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে বড় ধরণের দুঃসংবাদ পেল বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। চোটের কারণে বাছাইপর্বে অংশ নেওয়া হচ্ছে না দলের তারকা ক্রিকেটার রুমানা আহমেদের। ফলে তাকে ছাড়াই বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য লড়তে হবে বাংলাদেশের নারীদের।

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন রুমানা

আগামী ৩১ আগস্ট থেকে স্কটল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাইপর্বে চ্যাম্পিয়ন অথবা রানার্সআপ হতে পারলে মিলবে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ। কিন্তু যে বাছাইপর্বের জন্য দলের এত অপেক্ষায়, সেখানেই যাওয়া হচ্ছে না রুমানার।

Also Read - লর্ডস টেস্টে নেই মঈন, সুযোগের সামনে আর্চার-লিচ


রুমানার ইঞ্জুরি হাঁটুতে। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন হাঁটুর চোটে, সেই চোট আবার দুই হাঁটুতেই। তবে আশা করা হচ্ছিল, সেরে উঠবেন বাছাইপর্ব শুরুর আগে। কয়েকদিন আগে ভারতে গিয়ে চিকিৎসা নিয়েও আসেন। কিন্তু এবার জানা গেছে, আগামী আরও কয়েকদিন তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে, বাছাইপর্বে অংশ নেওয়া হবে না। শুক্রবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেন নারী দলের ক্রিকেটাররা,

তবে বাছাইপর্বে রুমানাকে না পেলেও গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে মূল আসরে পেতে চায় বাছাইপর্ব উতরে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এ কারণেই তাকে নিয়ে আপাতত কোনো ঝুঁকি নেওয়ার পক্ষে নয় টিম ম্যানেজমেন্ট।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রুমানার ফিট হয়ে উঠতে প্রায় মাসখানেক সময় লেগে যাবে। আপাতত বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে আছেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইয়ে মোট আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে। পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে আগামী ৩১ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। বাছাইপর্বের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ৭ সেপ্টেম্বর।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতে শিরোপা জিতলেন বাংলাদেশের নারীরা

বিনা খরচেই ৬ উইকেট

এসএ গেমসে বদলে গেল সালমাদের সূচি

“ওভারনাইট তো কোনো রেজাল্ট আসে না”

৯ জনই আউট শূন্য রানে!