Scores

বিশ্বমানের পেসার হতে আরও পরিশ্রম করতে চান তাসকিন

লকডাউনের সময়টায় অনেকেই যখন ঘরে বন্দী, তখন সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই দেখা যেত তাসকিন আহমেদের কঠোর পরিশ্রমের ছবি বা ভিডিও। খেলা থেকে দূরে থেকে অনেকে মুটিয়ে গেলেও তাসকিন এই সময়েও নিজেকে নিয়ে কাজ করার ধারা অব্যাহত রেখেছেন। বর্তমানে বেশ আঁটসাঁট শরীর নিয়ে জাতীয় দলের ক্যাম্পে ঘাম ঝরানো এই পেসার নিজেকে বিশ্বমানের পেসারে পরিণত করতে আরও কঠোর পরিশ্রম করতে চান।

বিশ্বমানের পেসার হতে আরও পরিশ্রম করতে চান তাসকিন

ফিটনেস নিয়ে সেই কার্যক্রম আরও গতি পেয়েছে ক্রিকেটাররা আনুষ্ঠানিকভাবে অনুশীলনে ফেরায়। তাসকিনই বেশ খুশি। তবে ফিটনেসে আরও উন্নতি করতে চান, আরও নিজেকে নিয়ে যেতে চান বিশ্বমানের কাতারে।

Also Read - বিশ্বরেকর্ড : আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখেছেন ২০ কোটি দর্শক


তাসকিন বলেন, ‘ফিটনেসে আগের চেয়ে উন্নতি হয়েছে। আসলে উন্নতির শেষ নেই। বিশ্বমানের হতে হলে, আরও ধারাবাহিক হতে হলে কঠোর পরিশ্রম সবসময় করে যেতে হবে। সামনে আরও ভালো কিছু হবে আশা করছি। আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো, ভবিষ্যতে যেন আরও ভালো করতে পারি সে চেষ্টা করবো।’ 

জাতীয় দলের ক্রিকেটাররা এখন জৈব সুরক্ষিত বলয়ে। এই বলয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাসকিন অবশ্য দীর্ঘদিন পর এই পরিবারের সঙ্গ পেয়ে প্রীত। জানালেন, ‘অনেকদিন পর সবাই একত্রিত হয়ে ট্রেনিং করতে পেরে ভালো লাগছে। অনেকদিন পর হাই ইন্টেন্সিভ ট্রেনিং একসাথে ড্রেসিংরুম-টিম বাস ভাগাভাগি করা- পরিবারের মত শুরু করতে পেরে ভালো লাগছে।’


‘আগের চেয়ে ভালো ছন্দ এসেছে, ভালো লাগছে, স্বাচ্ছন্দ্য আছে। পেস, সিম পজিশন এসব নিয়ে কাজ করছি কোচদের সাথে। আগের চেয়ে অনেক উন্নতি হচ্ছে, ইনশা-আল্লাহ সুস্থ থাকলে সামনে আরও উন্নতি হবে। অ্যাকুরেসি, পেস, সিম পজিশনে আরও ভালো ছন্দ পাবো আল্লাহ যদি সুস্থ রাখে।’– বলেন তাসকিন।

বোলার হলেও দলের প্রয়োজনে অবদান রাখতে ব্যাটিং নিয়েও কাজ করছেন তাসকিনরা। সামনেই শ্রীলঙ্কা সফর। টেস্ট সিরিজটি বাস্তবায়িত হলে লঙ্কান মাটিতে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হতে পারে বোলারদেরও।

তাসকিন জানান, ‘আজকে আমাদের সব বোলারদের ব্যাটিং সেশন ছিল। উপভোগ করেছি। কঠিন ছিল, তবে এই চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে। টেল এন্ডাররা ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের উন্নতি করতে হবে। আমরাও চেষ্টা করছি, আগের থেকে উন্নতি হচ্ছে। আশা করি সামনে টেল এন্ডাররা আরও ভালো করবে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

পাপনের ভুল ভেঙেছেন তাসকিন-রুবেলরা

ব্যাটসম্যানদের দুর্বলতা নয়, পেসারদের সাফল্য দেখছেন তাসকিন

শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী নাজমুল একাদশ

তাসকিন-খালেদকে স্টার্ক-বুমরাহদের সাথে তুলনা ডমিঙ্গোর

প্রেসিডেন্টস কাপে পেসারদের জয়জয়কার