Scores

বিশ্বরেকর্ড গড়লেন ইয়াসির শাহ

দীর্ঘদিন ধরে অক্ষুণ্ণ থাকা রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। সবচেয়ে কম টেস্ট ম্যাচে দুইশ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন এ লেগ স্পিনার। ৮২ বছর আগের রেকর্ড ভেঙেছেন তিনি।  বিশ্বরেকর্ড গড়লেন ইয়াসির

৩৬ টেস্ট খেলে ২০০ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেটের। ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আশা জাগিয়েছেন এ রেকর্ড ভাঙার। তবে শেষ পর্যন্ত আর হয়নি। ৩৭ টেস্ট খেলে ২০০ উইকেটের স্বাদ পান তিনি।

ইয়াসির শাহ যে এ রেকর্ডকে নিজের করে নিবেন তা অনুমেয় ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ৩০ টেস্টে ১৭৩ উইকেট ছিল ইয়াসিরের। এ স্পিনার প্রথম দুই টেস্টে শিকার করেন ২২ টি উইকেট। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে চলে গিয়েছেন রেকর্ডের আরো কাছে। দ্বিতীয় ইনিংসে শুরুতে ফিরিয়ে দেন টম লাথামকে। সেটি ছিল টেস্টে তার ১৯৯ তম শিকার। এরপর উইলিয়াম সমারভিলকে বোল্ড করে মাইলফলক স্পর্শ করেন ইয়াসির শাহ।

Also Read - '৩০০ রান টপকানো কোন ব্যাপার হবেনা'


ম্যাচের হিসেবে দ্রুততম হলেও সময়ের হিসেবে সবচেয়ে দ্রুততম অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন। ৩ বছর ৩৪০ দিনেই ২০০ উইকেট পান তিনি। তবে শেন ওয়ার্নের ম্যাচ লেগেছিল ৪২ টি। ৩২ বছর বয়সী ইয়াসির শাহের সময় লেগেছে ৪ বছর ৪২ দিন। ক্ল্যারি গ্রিমেটের লেগেছিল ১০ বছর ৩৫৩ দিন।

টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট শিকারীর তালিকা (ম্যাচের হিসেবে) 

১/ ইয়াসির শাহ (পাকিস্তান) – ৩৩ টেস্ট,  ২০১৮ সাল
২/ ক্ল্যারি গ্রিমেট (অস্ট্রেলিয়া) – ৩৬ টেস্ট, ১৯৩৬ সাল
৩/ রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৩৭ টেস্ট, ২০১৬ সাল
৪/ ডেনিস লিলি (অস্ট্রেলিয়া) – ৩৮ টেস্ট, ১৯৭১ সাল
৫/ ওয়াকার ইউনুস (পাকিস্তান) – ৩৮ টেস্ট, ১৯৯৫ সাল

সময়ের হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট শিকারীর তালিকা 

১। শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৩  বছর ৩৪০ দিন, ১৯৯৫ সাল
২। গ্রায়েম সোয়ান (ইংল্যান্ড)- ৩ বছর ৩৪৮ দিন, ২০১২ সাল
৩। ইয়ান বোথাম (ইংল্যান্ড)- ৪ বছর ৩০ দিন, ১৯৮১ সাল
৪। ইয়াসির শাহ (পাকিস্তান)- ৪ বছর ৪২ দিন, ২০১৮ সাল
৫।  কপিল দেব (ভারত)- ৪ বছর ১৪৬ দিন, ১৯৮৩ সাল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্মিথের চোটে প্রথমবারের মত বদলি ক্রিকেটার দেখল ক্রিকেট বিশ্ব

জয় দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু শ্রীলঙ্কার

দেখুন ইতিহাসের সবচেয়ে বাজে রিভিউই নিল ইংল্যান্ড?

গলে জয়ের ভেঁপু শুনছে শ্রীলঙ্কা

অধিনায়কত্ব নিয়ে ভাবতে চান মরগান