Scores

বিশ্বাস অটুট রাখার তাগিদ তামিমের কণ্ঠে

প্রবল ঝড়ের সময় সেই নাবিক বিশ্বাস রাখতে বলতে পারেন, যিনি নৌ চালনায় দক্ষ!

বিশ্বাস-অটুট-রাখার-তাগিদ-তামিমের-কণ্ঠে
সতীর্থদের সাথে তামিম ইকবাল। ফাইল ছবি

 

 

Also Read - "আমরা এর চেয়ে অনেক ভালো দল”


বাংলাদেশ ক্রিকেট দলকে এখন ঝড়ে পড়া এক নৌকোর সাথে তুলনা করাই চলে। ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজে হার, শ্রীলঙ্কার কাছে তিন সিরিজই খোয়ানো, নিদাহাস ট্রফির আক্ষেপ, আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এরপর উইন্ডিজ সফরের উদ্বোধনী ম্যাচে অ্যান্টিগা টেস্টে রীতিমত উড়ে যাওয়া। এমন দুঃসময়েও কেউ যদি বলেন বিশ্বাসটুকু অটুট রাখতে, সেটি তো বলতে পারেন তামিম ইকবালই!

দলের সেরা ব্যাটসম্যান তিনি। তার সেক্টরেই, তথা ব্যাটিংয়েই বাংলাদেশের দৃষ্টিকটু ব্যর্থতা। নিজেদের সামর্থ্য কিংবা সীমাবদ্ধতা তো আর তামিমের অজানা নয়। এজন্যই হয়ত বললেন, দল যে ভালো করতে পারে সেই বিশ্বাসটা যেন রাখা হয় তাদের উপর। আর সেটি শুধু সমর্থকদের উদ্দেশ্যেই নয়; তাগিদ দিয়েছেন নিজেদেরকেও অর্থাৎ খেলোয়াড়দেরকেও।

তামিম বলেন, আমার জন্য, আমাদের দলের সবার জন্য সবচেয়ে জরুরি হলো বিশ্বাসটা রাখা যে আমরা ভালো করতে পারিবিশ্বাস করতে হবে যে আমরা বড় স্কোর গড়তে পারি।’

বাউন্সি উইকেটে এতটাই দুর্বল বাংলাদেশ? তামিম অন্তত তেমনটা মনে করেন না। অন্তত দুঃস্মৃতির টেস্টের শেষদিকে বাংলাদেশের লড়াকু ব্যাটিং থেকেই পেতে চান প্রেরণা। তার ভাষ্য, শেষ টেস্ট ম্যাচে সোহান যেভাবে ব্যাট করেছে, লোয়ার অর্ডাররা যেভাবে করেছে, এটাই প্রমাণ করে যে উইকেটে সময় কাটাতে পারলে উইকেট যতই কঠিন হোক না কেন, রান করা যায়।’

১২ জুলাই থেকে জ্যামাইকায় শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সুযোগ কাজে লাগানোর দৃঢ় প্রত্যাশা তামিমের। আর তাতে পেতে চান বড় স্কোরের দেখা, ‘আশা করি, জ্যামাইকায় আমরা যে কেউই সুযোগ পাই না কেন, সেটি কাজে লাগিয়ে বড় স্কোর গড়তে পারিআমরা চেষ্টা করব একটি ভালো টেস্ট আপনাদের উপহার দিতে।’

আরও পড়ুন: ‘এ’ দলে হলেও জায়গা চান সাইফউদ্দিন

Related Articles

কামিন্সের সাথে কোহলির মজার স্লেজিং

বড় লিডের পথে এগোচ্ছে ভারতের ইনিংস

টেস্ট ক্রিকেটের কাঠিন্য মানতে নারাজ ইমরুল

“আমরা এর চেয়ে অনেক ভালো দল”

বড় পার্টনারশিপে সমাধান দেখছেন সোহান