
স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে বিশ্বের সব প্রান্ত থেকে। দ্বিপাক্ষিক লড়াই শুরুর আগে সিরিজের সম্প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আগামী ৭ জুলাই হারারেতে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের দ্বৈরথ। টেস্ট শেষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। টেস্টের মত সীমিত ওভারের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে হারারেতে।
স্বাগতিক জিম্বাবুয়েতে সিরিজের ম্যাচগুলো দেখা যাবে জেডবিসি টিভিতে। সফরকারী বাংলাদেশের তিনটি চ্যানেল সরাসরি দেখাবে ম্যাচগুলো। সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি ছাড়াও এই তালিকায় আছে টি স্পোর্টস ও জিটিভি।
ভারতে ম্যাচগুলো দেখা যাবে ফ্যানকোডে। যুক্তরাজ্যে ফ্রিস্পোর্টসে দেখা যাবে পুরো সিরিজ। যুক্তরাষ্ট্র ও কানাডা অঞ্চলে উইলো টিভির পর্দায় দেখা যাবে। এছাড়া বিশ্বের বাকি অঞ্চলে খেলা দেখা যাবে র্যাবিটহোল স্পোর্টসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
একনজরে জিম্বাবুয়ে- বাংলাদেশ সিরিজের সম্প্রচারকদের তালিকা
১. জিম্বাবুয়ে : জেডবিসি টিভি
২. বাংলাদেশ : বিটিভি, টি স্পোর্টস, জিটিভি
৩. ভারত : ফ্যানকোড
৪. যুক্তরাজ্য : ফ্রিস্পোর্টস
৫. যুক্তরাষ্ট্র-কানাডা : উইলো টিভি
৬. বিশ্বের বাকি অঞ্চল : র্যাবিটহোল স্পোর্টসের ইউটিউব চ্যানেল
WHERE TO WATCH | Catch all the action live as @ZimCricketv face @BCBtigers in the Ispahani Cricket Series 2021 powered by Toffee – 1 Test (7-11 July), 3 ODIs (16, 18 & 20 July) and 3 T20Is (23, 25 & 27 July)!#ZIMvBAN | #IspahaniCricketSeries | #VisitZimbabwe | #BowlOutCovid19 pic.twitter.com/TGk8hOMXEQ
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 2, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।