Scores

বিশ্রাম দেওয়া হয়েছে সাকিবকে

বাম পায়ের ঊরুতে চোটের কারণে সাতদিনের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে চোটে পড়লেও পরবর্তী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবেন এ অলরাউন্ডার।

ব্যাটিং পজিশনের পার্থক্যের প্রশ্নে সাকিবের উত্তর- ‘উপভোগ করছি’

তার চোট নিয়ে আশঙ্কা জেগেছিল বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামার আগে অনুশীলনেও তাকে ছুটি দেওয়া হয়েছিল। গুঞ্জন উঠেছিলো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না সাকিব। তবে তখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার জন্য অপেক্ষা করা হয়েছিল ম্যাচের দিন পর্যন্ত।

Also Read - মাঠ পরিদর্শন করা গেল না নতুন সময়েও!


বৃষ্টির কারণে এখনো মাঠে গড়ায়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ। তবে এরই মধ্যে সাত দিনের বিশ্রাম দেওয়া হয়েছে দলের এ সেরা পারফর্মারকে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচের আগে পুরো ফিট সাকিবকে চাইছে টিম ম্যানেজমেন্ট। যার কারণে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

নিজেদের আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং চলাকালীন বাম পায়ের ঊরুতে চোট পান সাকিব। সেই ম্যাচে সেঞ্চুরিও হাঁকান এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও খেলেন ১২১ রানের ঝলমলে ইনিংস। শুধু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই নয়, এখন পর্যন্ত তিনটি ম্যাচে বাংলাদেশের হয়ে সেরা পারফর্মার সাকিব।

বিশ্বকাপে এখন পর্যন্ত রানের তালিকায় সবার উপরে রয়েছেন সাকিব। তিনে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ ও কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেন। তিন ম্যাচে মোট ২৬০ রান করেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পরে বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক