বিষ্ণয়ের আচরণে ব্যথিত ও ক্ষুব্ধ তার পরিবার
বাংলাদশ ও ভারতের মধ্যকার ম্যাচ, হোক সেটা ছোটদের কিংবা বড়দের, বেশ উত্তেজনা ছড়ায়। যথারীতি আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছে। তবে ম্যাচ শেষে তা চরমে উঠে যায়। যারজন্য দুই দলের মোট পাঁচজন ক্রিকেটারকে শাস্তিও দেয়া হয়েছে। ছেলের এমন আচরণে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন রবি বিষ্ণয়ের মা।
ভারতের দেয়া ১৭৮ রানে লক্ষ্য ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশের দুই ওপেনার তানজীম হাসান সাকিব ও পারভেজ হোসেন ইমন। তখনই ভারতের ত্রাতা হয়ে এসেছিলেন রবি বিষ্ণয়। প্রথম স্পেলে টানা চার উইকেট শিকার ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলছিলেন এই লেগ স্পিনার। অবশ্য শেষ হাসিটা বাংলাদেশই হেসেছে, বৃথা গেছে বিষ্ণয়ের পারফর্ম।
ম্যাচকালীন ও ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনাক্রমে শাস্তি দেয়া পাঁচ ক্রিকেটারের একজন হলেন ভারতের বিষ্ণয়। ভারতের একটি সংবাদমাধ্যমের তথ্যমতে, এই ক্রিকেটারের এমন আচরণে অবাক হয়েছে তার পরিবার। এমনকি তার মা খাওয়া বন্ধ করে দিয়েছেন।
বিষ্ণয়ের বাবা যোধপুরের একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চার ভাই- বোনের মধ্যে বিষ্ণয় সবার ছোট এবং শান্তশিষ্ট। সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষ্ণয়ের বাবা বলেন, ‘আমরা অবাক হয়ে গেছি, কী হয়েছে আমাদের রবির! কারণ সন্তানদের মধ্যে সে সবচেয়ে শান্ত স্বভাবের। এই ঘটনার পর থেকে আমার স্ত্রী কোনো খাবারই খাচ্ছেন না।’
তিনি আরও বলেন, ‘রবি আমাদেরকে বলেছে, তার সতীর্থকে বাংলাদেশ দলের খেলোয়াড়রা আক্রমণ করেছিল এবং তাই সে ধৈর্য হারিয়ে ফেলেছিল।’
মাঠে বিষ্ণয়ের এমন আচরণে অবাক হয়েছেন তার বাল্যকালের কোচ প্রদ্যোত সিং-ও। তবে বিষ্ণয়ের বাবার মতোই এই কোচের কণ্ঠেও ঝরে বাংলাদেশি খেলোয়াড়দের কথার আক্রমণেই নাকি ভারতীয়রা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল!