Scores

বিসিএলের জন্য ক্যাম্প ছাড়ছেন আট ক্রিকেটার

আগামী ১৫ জানুয়ারি থেকে দেশের মাটিতে বসছে ত্রিদেশীয় সিরিজের আসর, যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। ঐ সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। উল্লেখ্য, ক্যাম্পে আছেন মোট ৩২ জন ক্রিকেটার।

বিসিএলের জন্য ক্যাম্প ছাড়ছেন আট ক্রিকেটার

তবে এই ৩২ জন থেকে ৮ জন ক্রিকেটার ক্যাম্প ছাড়ছেন আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম শ্রেণীর ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএলে অংশ নেওয়ার জন্য। ২০১৭-১৮ মৌসুমের বিসিএলের জন্য এই ৮ জন ক্রিকেটারকে ক্যাম্প থেকে ছুটি জানিয়েছে বিসিবি।

Also Read - পুরনো দলেই কোহলি-ধোনি, দল হারালেন গেইল ও গাম্ভীর


এই আট ক্রিকেটার হলেন- মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, মুমিনুল হক, শুভাশিস রায়, সাদমান ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান। এদের মধ্যে কেবল মোসাদ্দেকেরই রয়েছে ত্রিদেশীয় সিরিজের মূল দলে ডাক পাওয়ার সম্ভাবনা।

মোসাদ্দেক শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর চোখের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়তে হয় তাকে। তবে প্রতিভাবান এই ক্রিকেটার বর্তমানে অনেকটাই সুস্থ; ফাইনাল খেলা ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে খেলেছেন সর্বশেষ বিপিএলেও।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের ছোঁয়া না পাওয়া মোসাদ্দেক লঙ্গার ভার্শনে খেলেই ফের ফিরতে চাচ্ছেন ত্রিদেশীয় সিরিজে। আর এই কারণেই অন্য সাত ক্রিকেটারের সঙ্গে তাকেও পাঠানো হয়েছে বিসিএলে খেলতে। এ প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সে অবশ্যই ওয়ানডে স্কোয়াডের জন্য বিবেচনায় আছে। তবে আমরা চাই সে বড় ইনিংস খেলুক। আর এজন্যই তাকে বিসিএলে পাঠাচ্ছি।’

বাকি সাত ক্রিকেটারের মধ্যে মুমিনুল হক তাইজুল ইসলাম জায়গা পেতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। সেই সাথে জাতীয় দলের নির্বাচক প্যানেলের দৃষ্টি আছে শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বির উপরও।

আরও পড়ুনঃ ত্রিদেশীয় সিরিজে আসন বদলাতে পারবেন না দর্শকরা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

করোনা কালের লড়াইয়ে কামরুল ইসলাম রাব্বি

যুবাদের ক্রিকেটে বাংলাদেশের যত হ্যাটট্রিক

ইমরুল চট্টগ্রামের দ্বিতীয় গেইল!

ইমরুল ভাইয়ের ব্যাটিং এক্সট্রাঅর্ডিনারি: রাব্বি

প্রথম রাউন্ডে ইনিংস ব্যবধানে জিতল বরিশাল