বিসিএলের ফাইনালে সাদমানের দুর্দান্ত সেঞ্চুরি
দশম বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে বিসিবি দক্ষিণাঞ্চল ও বিসিবি মধ্যাঞ্চল। ফাইনালে আগে ব্যাট করছে দক্ষিণাঞ্চল।

Afrid Mahmud RifatEditor
প্রকাশিত হয়েছে - 2023-03-04T19:52:22+06:00
আপডেট হয়েছে - 2023-03-04T19:52:22+06:00
বিসিএলের ফাইনালের প্রথম দিনে হেসেছে সাদমান ইসলামের ব্যাট। নিজে দেখা পেয়েছেন সেঞ্চুরির। পাশাপাশি দলটির অধিনায়কও পূর্ণ করেছেন ফিফটি।
বিসিএলের-ফাইনালে-সেঞ্চুরি-হাঁকালেন-সাদমান
ফর্মের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে তামিমের সঙ্গী সাদমান। নিজের ছন্দ খুঁজে পেতে ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন। লাল বলের ক্রিকেটে ফর্মে রয়েছেন সেটির ইঙ্গিত দিলেন এই ওপেনার।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দশম বিসিএলের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি। শুরুতে সাদমানের সঙ্গে ৪৬ রানের জুটি বাঁধেন পিনাক ঘোষ।
হাসান মুরাদের বলে ব্যক্তিগত ১৬ রান করেই এলবিডব্লুর শিকার হন তিনি। এনামুল হক বিজয়ের সঙ্গেও জুটি বেশি বড় হয়নি। দলীয় ৮৮ রনে আবু হায়দারের বলে ব্যক্তিগত ২৩ রান করে আউট হন এনামুল। অমিত হাসানও ডাক মেরে আউট হয়েছেন।
তবে অধিনায়ক ফজলে রাব্বির সঙ্গে বোঝাপড়াটা দারুণ হয়েছে সাদমানের। ৯৭ রানে তিন উইকেট হারানোর পর তাঁদের জুটিই টিকে থাকে প্রথম দিনের শেষ বেলা পর্যন্ত। ব্যক্তিগত ২১৪ বলে সেঞ্চুরি তুলে নেন সাদমান।
অন্যদিকে সাদমানকে যোগ্য সঙ্গ দিয়ে নিজেও ফিফটি তুলে নেন ১৩৪ বল খেলে। প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৩৪ রান করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। ১৩০ রান করে অপরাজিত রয়েছেন সাদমান ও ৫৫ রান করে অপরাজিত রয়েছেন ফজলে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।