বিসিএলে দল পেলেন আশরাফুল
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানে কোনও দলই নেয়নি মোহাম্মদ আশরাফুলকে। তবে অবশেষে সুখবর মিললো আশরাফুল ও তাঁর ভক্তদের। বিসিএলের তৃতীয় রাউন্ড থেকে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন আশরাফুল।

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলেছিলেন আশরাফুল। জায়গা পেলেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএলে)। আসন্ন বিপিএলের ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে সর্বশেষ এনসিএলে বাজে পারফরম্যান্সের জন্য বিসিএলের প্লেয়ার্স ড্রাফটে দল পাননা আশরাফুল।
Also Read - সিরিজে এগিয়ে তবুও সতর্ক সাকিবএদিকে ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এমার্জিং এশিয়া কাপ। বিসিএলে থাকা অনেক ক্রিকেটার খেলবেন এই টুর্নামেন্টে। এছাড়া বিসিএলের মাঝপথে জাতীয় দলে ডাক পেয়েছেন লিটন কুমার দাস। যার ফলে সুযোগ পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল ও শাহাদত হোসেন রাজীব। প্লেয়ার্স ড্রাফটে আশরাফুলের মতো তিনিও দল পাননি। জাতীয় ক্রিকেট লিগের সপ্তম আসরের তৃতীয় রাউন্ড থেকে খেলবেন আশরাফুল ও রাজীব। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে আশরাফুল ও ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে মাঠে নামবেন রাজীব।
উল্লেখ্য, বিসিএলে দল না পেলেও হতাশ ছিলেন না আশরাফুল। বিসিএলের প্লেয়ার্স ড্রাফটের পর বিডিক্রিকটাইমের সাথে এক কথোপকথনে আশরাফুল জানান, ‘আমি কোনো দলে নেই। আসলে গত বিসিএলটা খারাপ গিয়েছে। এবারের এনসিলের পারফরম্যান্স যেমন আশা করেছিলাম তেমন হয়নি। আসলে আমি তো ডিজার্ভ করি না এখন। যদি ভালো খেলতাম এরপর জায়গা না পেলে খারাপ লাগত।’
পাশাপাশি এনসিএলে খারাপ পারফরম্যান্সের জন্য নিজেকে দুর্ভাগা দাবী করে আশরাফুল বলেন, ‘আসলে কী আর বলব, এনসিএলে এবার দশটা ইনিংস খেলেছি চারটার উইকেট ছিল আনলাকি। আমার কাছে মনে হয়েছে নট আউট। আম্পায়ারের কাছে মনে হয়েছে আউট। আমি কিন্তু ভালো শুরু করেছি। এমন না স্ট্রাগল করেছি। কিন্তু ইনিংসটা বড় করতে পারিনি।’