██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বিসিএলে দিনভর ব্যাটারদের রাজত্ব, সেঞ্চুরি পেলেন নাঈম-জাকের-মুমিনুল

দিনভর দাপট দেখিয়েছেন ব্যাটাররা। সেঞ্চুরি হয়েছে ৩টি।

বিসিএলে দিনভর ব্যাটারদের রাজত্ব, সেঞ্চুরি পেলেন নাঈম-জাকের-মুমিনুল

বিসিএলে দিনভর ব্যাটারদের রাজত্ব, সেঞ্চুরি পেলেন নাঈম-জাকের-মুমিনুল

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-02-26T21:16:15+06:00

আপডেট হয়েছে - 2023-02-26T21:16:15+06:00

বিসিএলে আরও একটি দিন ছড়ি ঘুরিয়েছেন ব্যাটাররা। এক দিনে সেঞ্চুরি হয়েছে তিনটি। ভালো রান হয়েছে দিনের দুই ম্যাচেই।

বিসিএলে-দিনভর-ব্যাটারদের-রাজত্ব-সেঞ্চুরি-পেলেন-নাঈম-জাকের-মুমিনুল-2

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিন সেঞ্চুরির অপেক্ষায় থেকে প্রথম দিনটা শেষ করেছিলেন নাঈম ইসলাম। দ্বিতীয় দিনে কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরিটা পেয়ে গেছেন নাঈম। ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ৬ উইকেটে ২৮৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বিসিবি উত্তরাঞ্চল। টিকে থাকা দুই ব্যাটার নাঈম ইসলাম এবং সানজামুল ইসলাম বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন। সানজামুল ছুঁয়ে ফেলেন ফিফটি। আর ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির দিকে ছুটতে থাকা নাঈম সেঞ্চুরিটাও পেয়ে যান। দুজন মিলে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ৮৭ রান। দলের ৩৬০ রানের মাথায় বিদায় নেন সানজামুল। ৭৩ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি।

শেষদিকে নাঈম ইসলামও আউট হয়ে যাওয়ার পরে ইনিংস ঘোষণা করে দেন উত্তরাঞ্চল। সাজঘরে ফেরার আগে নাঈম ৩০০ বলে ১০৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন।


পূর্বাঞ্চলের হয়ে ৯৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আবু জায়েদ রাহি। সদ্যই বিপিএল মাতানো তানভীর ইসলাম ৯২ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ এনামুল হক এবং মোহাম্মদ আশরাফুল।


এরপর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় পূর্বাঞ্চল। মোহাম্মদ আশরাফুল কিছুটা নড়বড়ে হলেও সাবলীল ছিলেন রনি তালুকদার। সাবলীল ব্যাটিংয়ে ওয়ানডে মেজাজে রান তুলছিলেন রনি। আশরাফুল খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি যদিও। ৪৪ বলে ৭ রান করে দলের ৪৪ রানের মাথায় আউট হয়ে যান আশরাফুল। পরে মুমিনুল হককে সাথে নিয়ে এগোতে থাকেন রনি। দারুণ ব্যাটিংয়ে ফিফটি ছোঁয়ার খুব কাছে চলে গিয়েছিলেন রনি। তবে একদম তীরে এসে ডুবে যায় রনির তরী। ৬১ বলে ৪৭ রানের নজরকাড়া এক ইনিংস খেলে আউট হন রনি তালুকদার, দলের রান তখন ৮১।

  ফর্মে ফিরতে শুরু করেছেন মুমিনুল। ফাইল ছবি

রনির আউটের পর দলের হাল ধরেন মুমিনুল হক এবং জহুরুল ইসলাম। ব্যাট হাতে যেন মহাকাব্য লিখতে শুরু করেন মুমিনুল এবং জহুরুল। স্বাচ্ছন্দ্যে ব্যাট চালিয়ে রান কর‍তে থাকেন দুজন। দ্রুতই ফিফটি ছুঁয়ে ফেলেন মুমিনুল। জহুরুল কিছুটা ধীরগতিতে আগাতে থাকলেও একটা সময় গিয়ে ফিফটি হাঁকান তিনিও। আর ফিফটি হাঁকিয়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা মুমিনুল শেষমেশ পেয়ে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখাও। মুমিনুল-জহুরুলের এই জুটি আর ভাঙ্গা যায়নি শেষপর্যন্ত। ২ উইকেট হারিয়ে ২১৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল।


উত্তরাঞ্চলের হয়ে ১টি উইকেট শিকার করেন তানজীম হাসান সাকিব।


দিনের আরেক ম্যাচেও নিজেদের ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন ব্যাটাররা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবি মধ্যাঞ্চলের বিপক্ষে আগের দিনের ৭ উইকেটে ২৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করে বিসিবি দক্ষিণাঞ্চল। ক্রিজে টিকে থাকা নাসুম আহমেদ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে গেলেও অন্য প্রান্তের ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১৩ রানের মাথায়ই সব উইকেট হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। তবে ৪৯ বলে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন নাসুম।  


মধ্যাঞ্চলের হয়ে ৫৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। এছাড়া ২ উইকেট নেন সৌম্য সরকার।


এরপর ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। তবে শুরুটা একদমই ভালো হয়নি তাদের। দুই ওপেনার সৌম্য সরকার এবং আবদুল মজিদ ফিরে যান দলের ২৩ রানের মধ্যেই। চারে নামা আইচ মোল্লাহও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ২১ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন তিনি। এরপর মোহাম্মদ মিঠুন এবং জাকের আলী অনিক মিলে কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে যান। ৪৮ বলে ৩৮ রানের লড়াকু এক ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন মিঠুন।

জাকের আলী অনিক। ফাইল ছবি

দলের অধিনায়ক শুভাগত হোম চৌধুরীও ডাক মেরেছেন। ৮ বল খেলে কোনো রান করার আগেই আউট হয়েছেন শুভাগত। এরপর বাকি ব্যাটার বলার মত আহামরি কিছু করতে পারেননি। ছোট ছোট কিছু ইনিংস খেলেছেন, ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। তবে এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন জাকের আলী অনিক।


যথেষ্ট ধৈর্য্যের সাথে সাবধানী ব্যাটিংয়ে দলের রান বাড়িয়েছেন জাকের। অন্য প্রান্ত থেকে খুব বেশি সমর্থন না পেলেও নিজের কাজে একদম অটল ছিলেন জাকের। শেষপর্যন্ত পেয়ে গেছেন সেঞ্চুরির দেখাও। সেঞ্চুরি পেয়েও ছুটছিলেন জাকের। মনে হচ্ছিল এবারের সেঞ্চুরিটাকে যেন বড় কিছুতে রূপ দিতে পারবেন তিনি। কিন্তু সেই সুযোগটা পেলেন কই জাকের? ক্রিজের অন্য প্রান্তের সকল ব্যাটার আউট হয়ে যাওয়ায় শেষমেশ ২১২ বলে ১৩৮ রানের ইনিংস খেলেই অপরাজিত ছিলেন জাকের। ২৮৩ রান করেই অলআউট হয়েছে মধ্যাঞ্চল।   


দক্ষিণাঞ্চলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ এবং নাসুম আহমেদ।  

 



সংক্ষিপ্ত স্কোর:

 

বিসিবি উত্তরাঞ্চল বনাম ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল:

বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ২৮৮/৬) ১১৭ ওভারে ৩৭৮/৯ ডিক্লে. (নাঈম ১০৭, সানজামুল ৫৮, তানজিম ৬, শাকিল ০*, নাঈম আহমেদ ০*; আবু জায়েদ ১৬-৩-৯৩-৪, রিপন ১৮-৩-৬০-০, এনামুল ১৬-৫-৬১-১, তানভির ৪৩-১৩-৯২-৩, মুমিনুল ১০-১-২৬-০, আশরাফুল ১৪-৩-৩৯-১)

 

ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৬০ ওভারে ২১৭/২ (রনি ৪৭, আশরাফুল ৭, মুমিনুল ১০৩*, জহুরুল ৫০*; শাকিল ৬-১-২৭-০, তানজিম ১১-৪-৩৩-১, সানজামুল ১৭-১-৭৩-০, নাঈম ১১-০-৩০-০, নাসির ১১-১-৩০-০, আমিনুল ৪-০-১৭-০)

 

 বিসিবি দক্ষিণাঞ্চল বনাম বিসিবি মধ্যাঞ্চল:

বিসিবি দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ২৮১/৭) ৯৭.৫ ওভারে ৩১৩ (নাসুম ৪৪*, সুমন ১১, খালেদ ৬, হালিম ০; আবু হায়দার ১৭-৩-৫৫-৫, মুশফিক ১৪.৫-১-৫২-১, রাকিবুল ১৭-৪-৩৮-১, শরিফউল্লাহ ২১-৯-৫৮-০, আরিফুল ১০-২-৪২-০, শুভাগত ১১-৩-২৮-০, মিঠুন ২-০-৯-০, সৌম্য ৫-০-১৭-২)

 

বিসিবি মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৭৪ ওভারে ২৮৩ (সৌম্য ৮, মজিদ ৮, মিঠুন ৩৮, আইচ ০, জাকের ১৩৮*, শুভাগত ০, শরিফুল্লাহ ১৩, আরিফুল ২৯, আবু হায়দার ২২, রকিবুল ১৯, মুশফিক ২; খালেদ ১৪-৩-৫৬-৩, সুমন ১৪-০-৬৫-১, নাসুম ২৬-১-৮৪-৩, হালিম ৯-১-৩২-১, নাহিদুল ১১-০-৪৩-২)


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 


 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.