বিসিএলে ব্যাটারদের ঝলক, সাদমানের দারুণ সেঞ্চুরি
দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সাদমান, সেঞ্চুরির অপেক্ষায় আছেন নাঈম ইসলাম।

বিসিএলে ব্যাটারদের ঝলক, সাদমানের দারুণ সেঞ্চুরি
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-02-25T21:56:32+06:00
আপডেট হয়েছে - 2023-02-25T21:56:32+06:00
বিসিএলের এবারের রাউন্ডে প্রথম দিনের খেলাতেই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সাদমান ইসলাম। আর ফিফটি করে সেঞ্চুরির দিকে ছুটছেন নাঈম ইসলাম। বেশ স্বাচ্ছন্দ্যেই প্রথম দিন কাটিয়েছেন ব্যাটাররা।
দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সাদমান ইসলাম। ফাইল ছবি
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে বিসিবি দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় বিসিবি মধ্যাঞ্চল। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হয়ে যান দক্ষিণাঞ্চলের ওপেনার পিনাক ঘোষ। তিনে নামা এনামুল হক বিজয়ও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। দলের ৪৯ রানের মাথায় আউট হন বিজয়। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ১৭ রান করেন বিজয়।
পরে অমিত হাসানের সাথে ভালো একটি জুটি গড়েন অন্য ওপেনার সাদমান ইসলাম। অন্য প্রান্তে ব্যাটাররা যতই ধুঁকতে থাকুক না কেন সাদমান ছিলেন সাবলীল। সঙ্গী হিসেবে যাকে পেয়েছেন তাকে নিয়ে চালিয়ে গেছেন ইনিংস গড়ার কাজ। অমিতের সাথে ৭৯ রানের জুটি গড়ার পরে অমিতকে হারান সাদমান। পরে অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বিকে সাথে নিয়ে আগাতে থাকেন সাদমান। এরই মধ্যে ফিফটি পেরিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন সাদমান। সাবলীল ব্যাটিংয়ে ধীরে ধীরে সেঞ্চুরিটাও পেয়ে যান তিনি। ফজলে রাব্বিও একসময় তুলে নেন ফিফটি। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে গড়েন ১১০ রানের দারুণ এক জুটি। পরে দলের ২৪০ রানের মাথায় আউট হয়ে যান রাব্বি। ১৩৩ বলে ৫০ রানের দারুণ লড়াকু এক ইনিংস খেলেন রাব্বি।
রাব্বির আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমানও। দলীয় ২৫০ রানের মাথায় ২৪০ বলে ১৩০ রানের অনবদ্য এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান সাদমান। তবে বহুদিন পর স্বস্তির এক সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান, যা নিঃসন্দেহে দারুণ কিছুই হবে তার জন্য।
শেষমেশ দিনের খেলা শেষে ৯০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান তুলেছে বিসিবি দক্ষিণাঞ্চল।
মধ্যাঞ্চলের হয়ে ৩ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। অন্যদিকে ২ উইকেট নেন সৌম্য সরকার।
দিনের আরেক ম্যাচেও বেশ সাবলীল ব্যাটিং করেছেন ব্যাটাররা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বিসিবি উত্তরাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। এখানেও ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় উত্তরাঞ্চল। রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান তৌফিক খান তুষার। তবে প্রথম বলে উইকেট হারালেও দলের তেমন একটা ক্ষতি হয়নি। তিনে নামা মাহমুদুল হাসান জয় এবং অন্য ওপেনার তানজীদ হাসান তামিম মিলে ভালোভাবেই আগাচ্ছিলেন। এই দুজনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে উত্তরাঞ্চলের বোর্ডে রানও উঠছিল দ্রুত। দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান যোগ করে বিদায় নেন তামিম। আউট হওয়ার আগে ৫৫ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি।
তামিমের আউটের পর জয়ও ফিরে যান দ্রুতই। ৫৩ বলে ৪২ রান করে সাজঘরে ফিরে যান জয়। দলের রান তখন ৯৭। তামিম-জয়ের আউটের পর অবশ্য কিছুটা ধীর হয়ে আসে দলের রানের গতি। কিন্তু এরপরও উইকেট বিলিয়ে দিয়ে আসেননি উত্তরাঞ্চলের ব্যাটাররা। দেখেশুনে সাবধানী ব্যাটিংয়ে এগিয়েছেন সকলে। ৪৯ বলে ২৪ রান করে আউট হয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব।
সেঞ্চুরির অপেক্ষায় আছেন নাঈম ইসলাম। ফাইল ছবি
দলের বাকি ব্যাটাররাও ছিলেন যথেষ্ট দায়িত্বশীল। দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন নাঈম ইসলাম। ফিফটির খুব কাছে গিয়েও তা ছুঁতে পারেননি নাসির হোসেন, আউট হয়েছেন ৪৬ রান করে। এছাড়াও ছোট তবে কার্যকরী ইনিংস খেলেছেন মাহিদুল ইসলাম অংকন।
দিনের খেলা শেষে ৮৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলতে পেরেছে উত্তরাঞ্চল। ফিফটি হাঁকিয়ে ৭৫ রান করে অপরাজিত আছেন নাঈম ইসলাম। অন্যদিকে ৭ রানে অপরাজিত আছেন সানজামুল ইসলাম।
পূর্বাঞ্চলের হয়ে ৯৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন আবু জায়েদ রাহি। আর ৫৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সদ্যই বিপিএল মাতানো তানভীর ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি দক্ষিণাঞ্চল বনাম বিসিবি মধ্যাঞ্চল:
বিসিবি দক্ষিণাঞ্চল: ৯০ ওভারে ২৮১/৭ (পিনাক ০, সাদমান ১৩০, এনামুল ২৩, অমিত ৩০, ফজলে মাহমুদ ৫০, ইমরানউজ্জামান ০, নাহিদুল ৪, নাসুম ২৫*, সুমন ৪*; আবু হায়দার ১৩-৩-৪০-৩, মুশফিক ১৩-১-৪৭-০, রাকিবুল ১৭-৪-৩৮-১, শরিফউল্লাহ ১৯-৯-৪৬-০, আরিফুল ১০-২-৪২-০, শুভাগত ১১-৩-২৮-০, মিঠুন ২-০-৯-০, সৌম্য ৫-০-১৭-২)।
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল বনাম বিসিবি উত্তরাঞ্চল:
বিসিবি উত্তরাঞ্চল: ৮৮.৪ ওভারে ২৮৮/৬ (তৌফিক ০, তানজিদ ৪৫, জয় ৪২, আমিনুল ২৪,
নাঈম ৭৫*, নাসির ৪৬, মাহিদুল
৩৬, সানজামুল ৭*; রিপন ১৫.৪-৩-৪৯-০,
আবু জায়েদ ১৪-০-৯৩-৩, এনামুল ১১-৪-৪১-১,
তানভির ৩০-৮-৫৫-২, মুমিনুল ১০-১-২৬-০, আশরাফুল ৮-২-১৮-০)।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।