Scores

‘বিসিবির লক্ষ্য ২৫ ভাগ টেস্ট ম্যাচে জয়লাভ করা’

BCB-ANAM

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ১-১ এ সমতার পর এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজে ভালো করা। বিগত কয়েক বছরের পারফরম্যান্সেই বলে দেয় রঙিন পোশাকের ক্রিকেটের পাশাপাশি সাদা পোশাকেও কতটা উন্নতি করেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আনাম ঢাকা টাইমসকে জানান, ক্রিকেটে এই শক্তি-মত্তা অর্জন করতে করতে হয়েছে অনেক সাধনা। যার মধ্যে ছিল অনেক ত্যাগ ও প্রচেস্টা। এই অবস্থানে আসার জন্য বাংলাদেশ দলকে পেরুতে হয়েছে অনেক পথ।

Also Read - তামিমের উপর আস্থা রাখছেন মাশরাফি


বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকেই ছিলেন মাহবুবুল আনাম। তাই বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে তার অভিজ্ঞতা একটু বেশিই।তিনি জানান টেস্ট ক্রিকেটে ভালো না করার জন্য সবসময় চাপের মুখে থাকতে হতো বাংলাদেশ দলকে। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে জয়ের পর সেই চাপ অনেকখানি কমে গেছে বলে জানান তিনি।

“আমাদের ক্রিকেট বোর্ড একটা লক্ষ্য নির্ধারণ করেছে, আগামী বছরগুলোতে আমরা যেন ২৫ ভাগ টেস্ট ম্যাচে জয়লাভ করতে পারি। আমরা এখন পর্যন্ত ৯টি টেস্ট জিতেছি ১০০টি টেস্টের মধ্যে। আমরা টার্গেট করছি যে এটাকে ডাবল করা, যেন প্রতি চার বা পাঁচটি ম্যাচে আমাদের অন্তত একটি জয় থাকে।”

তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়কেও খাটো করে দেখছেন না তিনি। লঙ্কানদের মাটিতে তাদেরকে টেস্ট হারানো দলের জন্য অনেক বড় প্রাপ্তি মনে করেন তিনি। “শ্রীলঙ্কাকে তাঁদের মাটিতে হারানো অনেক কঠিন কাজ ছিল। কারণ তাঁরা শেষ ১৮ টেস্টে ১৫টি টেস্টই খেলেছে নিজেদের মাটিতে। তাঁরা ছর মাস আগে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার মতন দলকে টেস্টে ওয়াইটওয়াশ করেছে। এই জন্য আমাদের খেলোয়াড়রা অবশ্যই প্রশংসার দাবিদার।”

তিনি আরো যোগ করেন, “আমরা সাকিব, মুস্তাফিজ, তামিমদের মতন ভালো ক্রিকেটার তৈরি করেছি। আপনে সাকিবকেই দেখুন, যে কিনা দীর্ঘ সময় ধরে অল-রাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল যা কিনা অন্য ক্রিকেটার পারেনি।”

Related Articles

এখনই জয়ের কথা ভাবতে চায় না বাংলাদেশ

মানসিকভাবে অনেক শান্ত ছিলাম : শান্ত

সমালোচনা ও নিজেকে প্রমাণের বিষয়ে মুখ খুললেন শান্ত

শান্ত-মুমিনুলদের দাপটে প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ‘৩০২’

তামিমের এমন বিদায়ে পুরো গ্রহই কষ্ট পাবে : নাফিস