Scores

বিসিবির শর্টলিস্টে মোট পাঁচজন কোচ

স্টিভ রোডস চলে যাওয়ার পর বিসিবি খুঁজছে নতুন কোচ। সেই কোচ হওয়ার দৌড়ে অনেকের নামই শোনা যাচ্ছে। তবে এতদিন অজানা ছিল- কারা কারা আছেন কোচ হওয়ার প্রতিযোগিতায়।

বিসিবির শর্টলিস্টে মোট পাঁচজন কোচ

এবার জানা গেছে, মোট পাঁচজন হাই প্রোফাইল কোচ বাংলাদেশ দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আছেন। এরা হলেন- নিউজিল্যান্ডের মাইক হেসন, জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস, দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো ও শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে।

Also Read - পিসিবির চুক্তি থেকে বাদ মালিক-হাফিজ


সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে হেসন ও হাথুরুসিংহেই। যদিও এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হেসনের নাম। নিউজিল্যান্ডের সাবেক এই সফল কোচ বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন। শুক্রবার (৮ আগস্ট) ঢাকায় এসে বিসিবির কাছে সাক্ষাৎকার দেওয়ার কথাও রয়েছে।

অন্যদিকে হাথুরুসিংহে এতদিন দৌড়ে এগিয়ে থাকলেও হেসন এবার যেন তাকে ‘ওভারটেক’ করেছেন। শ্রীলঙ্কার প্রধান কোচের চাকরি হারিয়ে হাথুরুসিংহে এখন অবসর। অবশ্য সাক্ষাৎকার দেবেন তিনিও। এজন্য আসতে হচ্ছে না বাংলাদেশের। এদেশের ক্রিকেটের নাড়িনক্ষত্র জানা আছে বলেই হয়ত সুদূর লঙ্কায় বসেই সেরে নেবেন সাক্ষাৎকার-প্রদানের কাজটি, মুঠোফোনে বা ভিডিও কনফারেন্সে।

বাকি তিন কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার, পল ফারব্রেস ও রাসেল ডমিঙ্গোর মধ্যে বাংলাদেশে একটা চাকরি জোটে যেতে পারে রাসেলের। তিনি নিজেও চাইছেন ‘এ’ দল বা এইচপি ইউনিটের সাথে যুক্ত হতে। ফ্লাওয়ার ও ফারব্রেসের কোচ হওয়ার সম্ভাবনা একটু কমই বলা যায়। তাও দুজনের মধ্যে তুলনা করতে গেলে, ফ্লাওয়ার দৌড়ে পিছিয়ে আছেন ফারব্রেসের চেয়েও!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস

করোনাভাইরাসে ‘বন্দী’ আর্থার-ফ্লাওয়ার

বোমা ফাটালেন পাকিস্তান কোচ