Scores

বিসিবি কর্মীদের সাহায্যে হাত বাড়ালেন ভেট্টোরি

করোনাভাইরাসের কবলে পড়ে স্বল্প আয়ের মানুষদের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। সামর্থ্যবান মানুষরা দাঁড়াচ্ছেন তাদের পাশে। বাংলাদেশ ক্রিকেটেও এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করলেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। নিজের বেতন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বল্প আয়ের মানুষদের সহযোগিতা করেছেন তিনি।

বিসিবি কর্মীদের সাহায্যে হাত বাড়ালেন ভেট্টোরি

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর মানুষের কয়েকদিন আয়ের উৎস বন্ধ থাকলে অনেকের পক্ষেই তিনবেলা খাবার যোগাড় করা কষ্টসাধ্য হয়ে যায়। দেশের অনেক মানুষ এখন খাদ্যাভাবে ভুগছে। দিন এনে দিন খাওয়া সেসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররাও। নিজস্ব অর্থ, ফাউন্ডেশনের মাধ্যমে কিংবা ক্রিকেট স্মারক নিলামে তুলে মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছেন তারা।

Also Read - আবারো ঘরোয়া ক্রিকেট পেছালো ইসিবি


স্বল্প আয়ের এমন অনেক মানুষ আছেন যারা এই মুহূর্তে সমস্যায় পড়েছেন। বিসিবিতেও আছে স্বল্প বেতনে চাকুরি করা কর্মচারীরা। সেই সব কর্মচারীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভেট্টোরি। তার বেতনের একটা নির্দিষ্ট অংশ স্বল্প আয়ের মানুষকে দিতে বিসিবির কাছে নিজের অভিমত জানিয়েছেন মিরাজ-নাইমদের এই বোলিং কোচ।

উল্লেখ্য, ভেট্টোরি বাংলাদেশের কোচ নিযুক্ত হওয়ার পরেই তার বেতন সম্পর্কে জানা গিয়েছিল। দৈনিক কাজের জন্য ৩ হাজার ৫৭১ ডলার বেতন তার। বাংলাদেশের নিয়মে কর কাটা যাবে ৩০ শতাংশ এবং বাকি ৭০ শতাংশ যায় ভেট্টোরির পকেটে। বাংলাদেশের সাথে ভেট্টোরির বেতনের চুক্তি দিন অনুযায়ী। বছরে তার ১০০ দিন কাজ করার কথা এবং সেই অনুযায়ী বেতন পাবেন তিনি।

ভেট্টোরি দেশ নিউজিল্যান্ড করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে সুস্থ হয়ে উঠছে। গত ৬ দিনে দেশটাতে নতুন করে কোনো করোনা রোগি শনাক্ত হননি। অপরদিকে বাংলাদেশের শনাক্তের সংখ্যা দিনে দিনে বাড়তেই থাকছে। বাংলাদেশের এই সংকটকালে তাই মানবিক দিক থেকেই পাশে দাঁড়ালেন এই সাবেক কিউই অধিনায়ক।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বেতন কর্তনে সম্মতি দিলেন ইংলিশ ক্রিকেটাররা

‘শ্রীলঙ্কা সফরে গেলে বড় বিপর্যয় হতে পারতো’

হঠাৎ কেন ক্রিকেটারদের মাথায় একাধিক ক্যাপ?

ক্রিকেট বিশ্বে প্রথম ‘কোভিড বদলি’ ক্রিকেটার লিস্টার

ক’রোনা আক্রান্ত অনূর্ধ্ব-১৯ দলের তিন ক্রিকেটার