Scores

বিসিবি না পারলেও, করে দেখাল ভারত

কলকাতার ইডেন গার্ডেনসে সফলভাবে শেষ হয়েছে প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচের আয়োজন। ম্যাচ আড়াই দিনে শেষ হওয়ায় দর্শকদের চতুর্থ ও পঞ্চম দিনের টাকা ফেরত দিচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

 

দর্শকদের টিকেটের টাকা ফেরত দিবে সিএবি। ছবিঃ পিটিআই

গোলাপি বলের টেস্ট শুরু হওয়ার আগেই প্রথম তিনদিনের টিকেট বিক্রি শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার কথারই প্রমাণ মিলল টেস্টের প্রথম দুই দিনে। ইডেন গার্ডেনস টেস্টে গোলাপি বলের ক্রিকেট বেশ ভালোভাবেই উপভোগ করেন দর্শকরা। প্রথম দুই দিনই ইডেনের গ্যালারি কানায় কানায় ভর্তি ছিল।

Also Read - হার্শাকে কটূক্তি করে তোপের মুখে মাঞ্জরেকার


তবে সেই টেস্ট আড়াই দিনের বেশি মাঠে গড়ায়নি। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে আড়াই দিনেই শেষ হয়েছে দুই দলের প্রথম দিবারাত্রি টেস্ট। ম্যাচ শেষে টেস্টটি চতুর্থ দিন পর্যন্ত গড়ালে ভালো হতো বলেছেন গাঙ্গুলি। কেননা চতুর্থ দিন পর্যন্ত টিকেট বিক্রি শেষ হয়েছিল। এমনকি পঞ্চমদিনেরও টিকেট অনেকটা বিক্রি শেষ হয়ে গিয়েছিল।

আড়াই দিনে টেস্ট শেষ হওয়ায় বাকি দুই দিনের টিকেটের টাকা ফেরত পাচ্ছেন সমর্থকরা। মূলত এ টেস্টে অনলাইনে যারা টিকেট কেটেছেন তাঁদের টিকেটের টাকা ফেরত দিবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। এ ব্যাপারে সচিব অভিষেক ডালমিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,

“সিজন টিকিটের ক্ষেত্রে যদি একটা বলও খেলা হয়, তা হলে টাকা ফেরত দেওয়া হয় না। কিন্তু আমরা এই টেস্টের মূলত ডেইলি টিকিট বিক্রি করেছি। এ ক্ষেত্রে নিয়ম হল, কোনও নির্দিষ্ট দিন এক বলও খেলা না হলে সে দিনের টাকা ফেরত দিতে হবে। যে কোনও ডেইলি টিকিটের ক্ষেত্রে এটাই নিয়ম। ‘বুকমাইশো’ আমাদের কাছে লিখিত অনুমতি নিয়েই টাকা ফেরত দিচ্ছে। আর আমরা চাই ক্রিকেটপ্রেমীদের পাশে থাকতে, চাই তাঁরা খেলা দেখতে আসুন। সেই কারণেই এই উদ্যোগ। তবে সিজন টিকিট হলে এটা হত না।”

শুধু অনলাইনে যারা টিকেট কিনেছেন তাঁদেরই নয়, যারা অফলাইনে টিকেট কেটেছিলেন চতুর্থ ও পঞ্চম দিনের জন্য তাঁদের টাকাও কীভাবে ফেরত দেওয়া যায় সেটিই ভাবছে সিএবি। এদিকে সিএবি এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেও ব্যর্থ হয়েছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে মাঠে না গড়ালে খেলা না দেখেই ফেরত যেতে হয়েছে টিকেট কেটে আসা দর্শকদের। এতে ফেরত দেওয়া হয়নি তাঁদের টাকাও। অন্তত এটি বলাই যায় বিসিবি যেটা পারেনি সেটি করে দেখিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অস্ট্রেলিয়ায় ভারতের দিবারাত্রির টেস্ট চূড়ান্ত

আইসিসিকে ভারতের পাল্টা হুমকি

বিশ্বকাপের ম্যাচ ‘ইচ্ছা করে হেরেছিল’ ধোনি

আইসিসি ক্রিকেটকে শেষ করে দিচ্ছে: শোয়েব

বোলারদের ‘মাস্ক’ পরে খেলার পরামর্শ মিসবাহর