Scores

বিসিসিআইয়ের সিদ্ধান্ত পাল্টানোর দাবি স্টার স্পোর্টসের

আইপিএল কবে হবে সেটির সিদ্ধান্ত বোর্ড মিটিংয়ের পরেই জানা যাবে। আপাতত একটা তারিখ দেওয়া হয়েছে বিসিসিআই থেকে। তবে তাদের এ সিদ্ধান্তে নাখোশ সম্প্রসার স্বত্ব পাওয়া টিভি চ্যানেল স্টার স্পোর্টসের।

 

Also Read - নির্বাচকদের চোখে তরুণরাই মাশরাফির 'বিকল্প'


অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের পথে অনেকটাই। আনুষ্ঠানিক ঘোষণা আসলেই আইপিএল নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিসিআই। আপাতত আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা করছে বিসিসিআই। সবকিছু ঠিক থাকলে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এ আইপিএল।

অথচ একটা সময় আইপিএল হবে কি না সেটিই অনিশ্চিত ছিল। এ বছর আইপিএল আয়োজন করতে না পারলে বড় অঙ্কের লোকসান হতো বিসিসিআইয়ের। ঠিক কবে থেকে শুরু হবে আইপিএল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আপাতত বিসিসিআই ঠিক করে রেখেছেন সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

২৬ তারিখ শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর। তবে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে খুশি নয় টিভি সম্প্রসার স্বত্ব চ্যানেল স্টার স্পোর্টস। তাদের দাবি আইপিএলের সূচি আরও একটু বড় করুক। কেননা করোনার কারণে কমবেশ আর্থিক দিকদিয়ে সামাল দিতে হবে উভয় পক্ষকে। তার উপর ১৪ নভেম্বর হিন্দুদের ধর্মীয় দিবস, ‘দিওয়ালি’।

স্টার স্পোর্টসের চাওয়া অন্তত আইপিএলের সময় সূচি অন্তত ‘দিওয়ালির’ সপ্তাহ পর্যন্ত বাড়ানো হোক। আর এর পেছনে কারণ হিসেবে দেখিয়েছে এ সময়টায় আর্থিকভাবে আরও একটু লাভবান হবে স্টার স্পোর্টস। তবে অস্ট্রেলিয়া সিরিজকে মাথায় রেখে সময়-সূচি বাড়াচ্ছে না বিসিসিআই। তবে এখনো সূচি চূড়ান্ত করেনি।

বিসিসিআইয়ের লক্ষ্য, ৮ তারিখ আইপিএল শেষ হলে ১০ তারিখ অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিতে পারবে ভারত। ডিসেম্বরের ৩ তারিখ থেকে লড়াই শুরু হলেও, নিজেদের প্রস্তুত করতে এবং করোনাভাইরাসের কারণে বিভিন্ন ঝামেলা পোহাতে হবে ক্রিকেটার ও স্টাফদের। এছাড়াও এ সফরে একটি দিবারাত্রি টেস্টও খেলবে দুই দল। যার জন্য আলাদা প্রস্তুতিও নিতে চাচ্ছে ভারত।

Related Articles

নাম পরিবর্তন করে ফেললেন কোহলি-মরিসরা

নাম বদলে ফেললেন এবি ডি ভিলিয়ার্স

এক টি-২০ ম্যাচে দুই ডাক, পুরানই প্রথম নন

মাঠের ফিরেই ধোনির অনন্য ‘তিন’ রেকর্ড

আইপিএলে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হাস্যরস