SCORE

সর্বশেষ

বিসিসিআই-এর ‘এ প্লাস’ চুক্তিতে নেই ধোনি!

তার নেতৃত্বে ভারত জিতেছিল বিশ্বকাপের শিরোপা। তার বিশ্বস্ত হাত ধরেই এসেছিল টি-২০ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্টের শীর্ষস্থানধারীর খেতাব। পরিসংখ্যান বিচার করলে নির্দ্বিধায় মহেন্দ্র সিং ধোনিই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ধোনিকে দেখতে চান ক্লার্ক

বয়স বাড়ছে, কমে আসছে খেলোয়াড়ি জীবনের আয়ু। অধিনায়কত্বটাও ছেড়ে দিয়েছেন। দলে এখন খেলেন কেবল একজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে। তবুও ক্ষুরধার কমেনি অতোটা। বয়সের প্রভাব যা পড়েছে বলতে গেলে কেবল চেহারায়ই, ব্যাট হাতে কিংবা গ্লাভস হাতে এখনও মাঝে মাঝে জ্বলে উঠেন নিজের সেরা সময়ের মতো।

Also Read - ম্যাচ প্রিভিউঃ বাংলাদেশ বনাম ভারত

তবে অবাক করা ব্যাপার, সেই মহেন্দ্র সিং ধোনিই জায়গা পাননি ভারতের শীর্ষ ক্যাটাগরির ক্রিকেটারদের তালিকায়!

সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা হালনাগাদ করে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া- বিসিসিআই। এতদিন শীর্ষ ক্যাটাগরি ‘এ’ থাকলেও এবার যোগ করা হয়েছে নতুন ক্যাটাগরি ‘এ প্লাস’। আর নতুন এই ক্যাটাগরিতে অনেকের নাম যোগ করা হলেও যুক্ত হয়নি ধোনির নাম। তিনি রয়ে গেছেন আগের ক্যাটাগরি ‘এ’-তেই। দেশটির সর্বকালের সেরা অধিনায়ককে নিয়ে বোর্ডের এমন সিদ্ধান্তকে অবিচার বলে মনে করছেন অনেকেই, তাই এ নিয়ে চলছে জোর আলোচনা-সমালোচনা।

মূলত সিনিয়র ক্রিকেটাররাই জায়গা পান শীর্ষ ক্যাটাগরিতে। বিসিসিআই এই ক্যাটাগরির জন্য বেছে নিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, জাসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারকে। সিনিয়রদের মধ্যে জায়গা পাননি ধোনি এবং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটাররা বেতন পাবেন ৭ কোটি রুপি করে।

অন্যদিকে ‘এ’ ক্যাটাগরিতে থেকে যাওয়া ধোনির সাথে অশ্বিন ছাড়াও আরও আছেন রবীন্দ্র জাদেজা, আজিঙ্কা রাহানে, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহা। কোহলি-রোহিতদের চেয়ে ২ কোটি রুপি কম, অর্থাৎ ৫ কোটি রুপি করে পাবেন তারা।

এছাড়াও ‘বি’ এবং ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন যথাক্রমে ৩ কোটি ও ১ কোটি রুপি করে।

আরও পড়ুনঃ শুরুতে উইকেট হারানো ভাবাচ্ছে বাশারকে

Related Articles

টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন কোহলি

স্মিথকে পেছনে ফেলে এক নম্বরে কোহলি

অনন্য অর্জনে শচীনকে পেছনে ফেললেন কোহলি

কোহলির উৎযাপন ফিরিয়ে দেয়া নিয়ে রুটের মন্তব্য

কোহলি ইংল্যান্ডকে দেখাতে চায় কেন সে সেরা : শাস্ত্রী