Scores

‘বিস্কুট ট্রফি’র পর এবার ‘ওয়ে-হোয়ে কাপ’!

পাকিস্তানের হোম সিরিজে অদ্ভুত সব নামকরণ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে ‘বিস্কুট ট্রফি’র পর এবার দেখা মিলেছে ‘ওয়ে-হোয়ে কাপে’র!

‘বিস্কুট ট্রফি’র পর এবার ‘ওয়ে-হোয়ে কাপ’!
‘ওয়ে-হোয়ে কাপ’২০১৮’-র ট্রফি হাতে পাকিস্তান নিউজিল্যান্ড দলের অধিনায়ক। ছবিটি প্রকাশ পাওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাঙ্গ-বিদ্রুপ। 

পাকিস্তানে ‘ওয়ে-হোয়ে’ শব্দদ্বয় মূলত ব্যবহৃত হয়ে থাকে কোনো কাজের প্রশংসা বা ফোড়ন যোগ করার মত রুপক অর্থ প্রকাশে। তবে এই নামে পাকিস্তানে রয়েছে একটি প্রতিষ্ঠানও, যারা চিপস জাতীয় পণ্য প্রস্তুত করে। দেশটিতে চিপস উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

স্বাগতিক পাকিস্তান ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে সেই ‘ওয়ে-হোয়ে’ই হয়েছে টাইটেল স্পন্সর। ফলে সিরিজের নামকরণ করা হয়েছে ‘ওয়ে-হোয়ে কাপ ২০১৮’।

নামকরণ তো গেল, অবাক করেছে ট্রফি প্রস্তুতকরণও। ট্রফির ডিজাইনেই যে স্পষ্টভাবে লেখা ‘ওয়ে-হোয়ে’! স্ট্যাম্প ভেঙেছে বল, আর সেই স্ট্যাম্পে ভেসে আছে ইংরেজি অক্ষরে ‘ওয়ে-হোয়ে’; সিরিজের ট্রফি উন্মোচনের পর এমন দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে পড়েছে হাসির রোল।

Also Read - সাকিব এবং ওয়ার্নারকে ধরে রেখেছে হায়দরাবাদ


‘বিস্কুট ট্রফি’র পর এবার ‘ওয়ে-হোয়ে কাপ’!
গত মাসে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার টি-২০ সিরিজের নাম ছিল ‘বিস্কুট ট্রফি’, ঐ সিরিজের ট্রফিও তৈরি করা হয় বিস্কুটের আদলে; যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের টি-২০ সিরিজে ‘বিস্কুট ট্রফি’র দেখা পাওয়া গিয়েছিল। ঐ সিরিজের ট্রফিতে দেওয়া হয়েছিল আস্ত এক বিস্কুটের অবয়ব। এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল আয়োজক পিসিবিকে।

তিন ম্যাচের এই টেস্ট সিরিজটি শুরু হয়েছে শুক্রবার (১৬ নভেম্বর) থেকে। এই প্রতিবেদন লেখার সময় সিরিজের প্রথম টেস্টে লড়ছে দুই দল। আবুধাবিতে প্রথম দিনের খেলায় টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ২০ ওভার শেষে সংগ্রহ করেছে ২০ রান, কোনো উইকেট না হারিয়ে।

প্রসঙ্গত, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ২৪ নভেম্বর ও ৪ ডিসেম্বর।

আরও পড়ুন: সাকিব এবং ওয়ার্নারকে ধরে রেখেছে হায়দরাবাদ

Related Articles

চোট নিয়ে মাঠ ছাড়লেন ওয়ার্নার

স্মিথের টানা শতকে ভারতীয় বোলারদের উড়িয়ে দিল অজিরা

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতল কিউইরা

বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অর্থ লোপাটের অভিযোগ

ফিলিপসের টর্নেডো গতির সেঞ্চুরিতে রান পাহাড়ে নিউজিল্যান্ড