Scores

বিয়ে করছেন মুস্তাফিজ

হুট করে যেন বাংলাদেশের ক্রিকেটারদের উৎসবমুখর পরিবেশ সৃষ্টির হিড়িক পড়েছে! গত শনিবার বিয়ে করেছেন জাতীয় দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। ঘরোয়া ক্রিকেটের প্রিয় মুখ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস বাবা হয়েছেন মঙ্গলবার রাতে। আর তারকা পেসার মুস্তাফিজুর রহমান বিয়ের পিড়িতে বসছেন আগামী শুক্রবার।

বিয়ে করছেন মুস্তাফিজ

হ্যাঁ, ঠিকই পড়ছেন। বিয়ে করতে যাচ্ছেন  বিস্ময় বালক হিসেবে বাংলাদেশ দলে আসা মুস্তাফিজুর রহমান! ‘ব্যাচেলর’ হিসেবে আজই (বৃহস্পতিবার) ২৩ বছর বয়সী ক্রিকেটারের শেষ দিন। কেননা শুক্রবার (২২ মার্চ) নিজের হবু স্ত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি।

Also Read - আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের টিকেট বিক্রি


মুস্তাফিজের বধূর মর্যাদা পেতে যাচ্ছেন যিনি তার নাম জানা না গেলেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়া তিনি মুস্তাফিজের আত্মীয় হন বলেও খবর প্রচার করেছে একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম।

নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে ঢাকায় অবস্থান করা মুস্তাফিজ ইতোমধ্যে নিজ জেলা সাতক্ষীরায় পাড়ি জমিয়েছেন। কেননা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সেখানেই। বিয়ের পর আগামী কয়েকদিন নিজেকে ক্রিকেটীয় ব্যস্ততা থেকে দূরে রেখে সাতক্ষীরাতেই অবস্থান করবেন মুস্তাফিজ।

মুস্তাফিজের বিয়ে নিয়ে তার পরিবারের সদস্যরা পার করছেন ব্যস্ত সময়। বিয়ের কেনাকাটা শেষ হয়ে গেলেও শেষ মুহূর্তের কাজে মুস্তাফিজের বাড়িতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই জনপ্রিয় ক্রিকেটার ২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন। আবির্ভাবেই কাটার মাস্টার হিসেবে খ্যাতি পান। তার বোলিংয়ে নাকাল হয়ে খবরের শিরোনাম হন বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যান।

সেই মুস্তাফিজ মাতিয়েছেন আইপিএলও। যদিও এরপর ইনজুরির কারণে ফর্ম হারিয়ে বসেন। কয়েক দফা ইনজুরির সাথে লড়াই শেষে আবারও মাঠে ফিরেছেন গত বছর। ফেরার পর তার ফর্মও যাচ্ছে ভালো। নিউজিল্যান্ডের বিপক্ষে অসমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশের বোলিং লাইনআপের নেতৃত্বে ছিলেন বাঁহাতি এই পেসারই। পেস বান্ধব কন্ডিশনে বিশ্বকাপকে সামনে রেখে মুস্তাফিজকে ভাবা হচ্ছে টাইগারদের তুরুপের তাস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাইফউদ্দিনের বোলিং তোপের পরও আফগানদের লড়াকু পূঁজি

“আমাদের সাথে ভারতের খেলা হলেই কেন এমন হবে?”

ভারত যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল, ‘এ’ দল শ্রীলঙ্কায়

আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

সৌম্য-লিটনই আস্থার প্রতীক