Scores

বৃথা গেল সাব্বিরের প্রচেষ্টা

ম্যাচ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন সাব্বির রহমান। তাকে সঙ্গ দিয়েছিলেন শুধু নাজমুল হোসেন শান্ত। বাকিদের কেউই জ্বলে উঠতে পারেননি। ফলে ম্যাচ বাঁচানো দূরে থাক, জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ইনিংস ব্যবধানে পরাজয়ই এড়াতে পারেনি।

বৃথা গেল সাব্বিরের প্রচেষ্টা

কক্সবাজারে এনসিএলের চতুর্থ রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগ পেয়েছে ইনিংস ও ৪ রানের জয়। ২৪৫ রানের বিশাল লিডের নিচে চাপা পড়া রাজশাহী দ্বিতীয় ইনিংসে জড়ো করে ২৪১ রান। ফলে অল্পের জন্য বরণ করে নিতে হয় ইনিংস ব্যবধানের পরাজয়।

Also Read - বাংলাদেশের বোলিংয়ের প্রশংসায় চাহালঢাকার পক্ষে সাইফ হাসান ও নাজমুল ইসলাম তিনটি এবং সালাউদ্দিন শাকিল দুটি উইকেট শিকার করেন।

এর আগে সুমন খান-শুভাগত হোমদের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে ২৩০ রানে গুটিয়ে যায় রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে ঢাকার তিন ব্যাটসম্যান তাইবুর রহমান, শুভাগত হোম ও অধিনায়ক নাদিফ চৌধুরী হাঁকান শতক। ২৪৫ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ঢাকা।

১০৪ রানের ঝলমলে ইনিংস ও বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শুভাগত হোম।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী বিভাগ ১ম ইনিংস- ২৩০ (৮৬.১ ওভার)
মুক্তার ৫৬*, শান্ত ৫৬, সানজামুল ৪৯
সুমন ৪৩/৩, শুভাগত ৫৭/৩

ঢাকা বিভাগ ১ম ইনিংস- ৪৭৫/৭ ইনিংস ঘোষণা (১৩৬.১ ওভার)
শুভাগত ১০৪, তাইবুর ১০২, নাদিফ ১০১*
সানজামুল ১৬২/৪, ফরহাদ ৪১/২

রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংস- ২৪১ (৯৭.২ ওভার)
সাব্বির ৫৮, শান্ত ৫১, জুনায়েদ ৪১
সাইফ ১৫/৩, নাজমুল ৫৮/৩

ফল: ঢাকা বিভাগ ইনিংস ও ৪ রানে জয়ী।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ব্যাটে-বলে জাতীয় লীগের সেরা ক্রিকেটার

ব্যাট হাতে জাতীয় লিগের সেরা পাঁচে নাসির

জাতীয় লিগের প্রথম স্তরে উঠে এল সিলেট

মাঠের ভেতর সতীর্থকে পেটালেন শাহাদাত

এনসিএলে চার ড্রয়ের দিনে আলো ছড়ালেন যারা