Scores

বৃষ্টিতে বিঘ্ন ঘটা ম্যাচের সমাধান দিলেন গাঙ্গুলি

বৃষ্টির সময় ইডেন গার্ডেনসের পুরো মাঠ ঢাকতে ব্যবহৃত কভারের প্রস্তুতকারক ইংল্যান্ড। অথচ সেই ইংল্যান্ডই বিশ্বকাপের মত আসরে এমন কভার ব্যবহার করছে না। ফলে বৃষ্টি থেমে গেলেও আউটফিল্ডে জমে থাকা পানি ম্যাচ সম্পন্ন করায় বিঘ্ন ঘটাচ্ছে, কখনো পুরো খেলাই হচ্ছে পণ্ড।

বৃষ্টিতে বিঘ্ন ঘটা ম্যাচের সমাধান দিলেন গাঙ্গুলি
বৃষ্টি ঝরলে এভাবেই ঢেকে দেওয়া হয় ইডেন গার্ডেনসের পুরো মাঠ। ফাইল ছবি

এবারের বিশ্বকাপে বৃষ্টির প্রাদুর্ভাব নিয়ে বেশ সমালোচনায় পড়েছে আইসিসি। তবুও ‘প্রকৃতির উপর কারো হাত নেই’ যুক্তিতে আইসিসির রেহাই পাওয়ার সুযোগ থাকলেও প্রশ্ন উঠছে ইংল্যান্ডের মাঠগুলোর ড্রেনেজ ব্যবস্থা ও বৃষ্টি থেকে আউটফিল্ড বাঁচানোর উপায় নিয়ে।

বৃষ্টি এলে বিশ্বকাপের মাঠগুলোর উইকেট কভারে ঢেকে দেওয়া হলেও আউটফিল্ড ভিজতেই থাকে। এতে বৃষ্টি থেমে গেলেও ম্যাচ মাঠে গড়াতে লেগে যায় বেশ কিছুটা সময়। ভারতের বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি মনে করেন, আউটফিল্ড ঢেকে রাখার মত কভার ব্যবহার করলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ সম্পন্ন করা অনেক সহজতর হয়ে উঠবে।

Also Read - স্পার্টানের বিরুদ্ধে শচীনের মামলা


তিনি বলেন, ‘ইডেনে বৃষ্টি হলে মাঠে যে কভার ব্যবহার করা হয় সেটি ইংল্যান্ড থেকেই আনানো। তারা নিজ দেশে এটা ব্যবহার করলে খরচ অর্ধেক হবে, ট্যাক্সও লাগবে না। তাদের উচিৎ যেভাবেই হোক এটা ব্যবহার করা।’

কলকাতার ইডেন গার্ডেনসে ব্যবহৃত কভার প্রসঙ্গে তিনি বলেন, ‘ইডেনে এই কভার সব ম্যাচের জন্যই ব্যবহার করা হয়। তাই বৃষ্টি থামার ১০ মিনিটের মধ্যেই খেলা শুরু করা যায়। কভার বেশ পাতলা, তাই এটি আনা-নেওয়া করতে খুব বেশি লোকবলের প্রয়োজন হয় না। ইডেন গার্ডেন এবং লর্ডসে (উইকেটের উপর) যে কভার ব্যবহার করা হয় তার মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে, তাই ঘাসের উপরও কোনো প্রভাব পড়ে না। বিশ্বকাপের মত একটি আসরে, তাও যেটি কিনা ইংল্যান্ডের মত এমন বৃষ্টি ঝরা দেশে- এরকম কভার রাখা খুবই জরুরী। বিশেষ করে আউটফিল্ডে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম