Scores

বৃষ্টিতে ভেসে গেল ওয়েলিংটন টেস্টের প্রথম দিন

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ টেস্টের প্রথম দিনেই হানা দিল তীব্র বৃষ্টি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে প্রথম দিন। এমনকি দুই দলের অধিনায়ক মাঠে নেমে টস করার সুযোগটাও পাননি। অলস সময় কাটিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। 

বৃষ্টিতে ভেসে গেল ওয়েলিংটন টেস্টের প্রথম দিন
বৃষ্টির কারণে ঢাকা ছিল বেসিন রিজার্ভ। ছবি: নিউজিল্যান্ড ক্রিকেটের টুইটার

ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল ১১ টায়। তার অনেক আগে থেকেই ছিল ভারী বৃষ্টি। টানা বৃষ্টিপাতের ফলে মাঠে জমে গিয়েছিল পানি। এক সময় খেলার জন্য অনুপযুক্ত হয়ে যায় মাঠ। প্রায় চার ঘন্টা অপেক্ষার পর তিনটায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

দ্বিতীয় দিন আধ ঘন্টা আগে খেলা শুরু করা হবে। অর্থাৎ স্থানীয় সময় সাড়ে দশটা (বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটা) বাজে শুরু হবে খেলা।

Also Read - টেস্ট জুড়েই ওয়েলিংটনে বৃষ্টির সম্ভাবনা!


যেহেতু টস হয়নি তাই দুই দলের একাদশও চূড়ান্ত নয়। সেক্ষেত্রে মুশফিকুর রহিম শতভাগ ফিট হয়ে উঠলে ফিরতে পারেন দ্বিতীয় টেস্টের একাদশে।  কিছুটা অনিশ্চয়তা ছিল প্রথম টেস্টে শতক হাঁকানো ওপেনার তামিম ইকবালের খেলা নিয়েও। হ্যামিল্টন টেস্ট খেলার পর থেকেই ডান কুঁচকিতে ব্যথা অনুভব করেছেন তামিম ইকবাল। তবে একদিন হাতে সময় পাওয়ায় তামিম ইকবালের খেলার সম্ভাবনাও যেন বাড়ল।

অবশ্য আবহাওয়ার পূর্বাভাসে তেমন স্বস্তির খবর নেই। দ্বিতীয় দিনেও রয়েছে ভারী বৃষ্টিপাতের শঙ্কা। এমনকি ওয়েলিংটন টেস্টের পাঁচদিনেই বাগড়া দিতে পারে বৃষ্টি।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। হ্যামিল্টনে প্রথম টেস্টে বাংলাদেশকে চারদিনেই ইনিংস ও ৫২ রানে হারায় নিউজিল্যান্ড।


আরো পড়ুন: বিশ্বকাপ দলে দাবি জানানোর শেষ সুযোগ ডিপিএল 
“অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এটি। আমি মনে করি, বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে প্রেস্টিজিয়াস কোনো লিগ যদি হয়, সেটা প্রিমিয়ার লিগ। সেটা অনেক যুগ থেকেই চলছে। আবাহনী-মোহামেডান দুই দলের জন্য তো বটেই, এখন আরও অনেক দল উঠে এসেছে। সবার জন্যই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সবচেয়ে প্রেস্টিজিয়াস আমি ঢাকা লিগকেই ধরি…” 


 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়াগনারের বিপক্ষে খেলতে পছন্দ করেন না তামিম!

উইলিয়ামসনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তামিমের

তবু নিউজিল্যান্ডে নিজের পারফরম্যান্সে খুশি নন মিঠুন

অনাকাঙ্ক্ষিতভাবে সিরিজ শেষ হওয়ায় লজ্জিত উইলিয়ামসন

নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশ, বিশ্বাস দেশটির ক্রীড়ামন্ত্রীর